বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি

বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি| Intersting and Tricky Bengali Riddles With Answers


১•
গভীর রাতে কেন জানি আমার ঘুমটা ভেঙে গেল। চারিদিকে সুনসান নীরবতা। শুধু দেয়ালের বিশাল একটা ঘড়িতে সেকেন্ডের কাঁটা টিকটিক শব্দে এই গাঢ় অন্ধকারের ভৌতিক ছায়াটাকে আরো ভয়াল করে তুলেছে। হঠাৎ মনে পড়ল, ঘড়ির সময় তো ভুল! ঘুমানোর আগে সময় ঠিক করে নেওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। বাসায় আর কোন ঘড়ি নাই আর এত রাতে পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবীকে ডেকে সময় জিজ্ঞেস করা সমীচীন মনে হল না! খেয়াল হল, গত মাসে চৌরাস্তার মোড়ে মেয়র সাহেব একটা অত্যাধুনিক ঘড়ি স্থাপন করে দিয়েছেন। ভালই হল, এই সুযোগে একটা সিগারেট খেয়ে আসাও হবে আর মজার ধাঁধাঁ'র জন্য একটা ধাঁধাঁও বানানো যাবে।
দেরি না করে উঠে পড়লাম। লাইটার আর সিগারেটের প্যাকেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মোড়ে গিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরালাম। মেঘহীন তারা ভরা খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ধোঁয়া ফুঁকতে বেশ লাগছিল। কিছুক্ষণ মিষ্টি বাতাসে প্রাণভরে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করে বাসায় ফিরে এসে ঘড়ির সময়টা ঠিক করে দিলাম।...
...বলেন দেখি কিভাবে সঠিক সময় বের করলাম???

২•
আপনারা দাবা খেলেছেন কমবেশি সবাই। এ খেলায় মন্ত্রীর ক্ষমতা সম্পর্কে তো জানেন। এখন যদি ৮টা মন্ত্রীকে এমনভাবে ১টা দাবা বোর্ডে সাজাতে বলা হয় যেন কেউ কারো আয়ত্ত্বের মধ্যে না থাকে, কিভাবে সাজাবেন আপনি?

৩•
একটি অন্ধকার ঘরে একজন ছেলে আর একজন মেয়ে বসে আছে। তারা নিজেদের চুলের রঙের ব্যাপারে বলছে,
ছেলেঃ আমার চুলের রঙ লাল।
মেয়েঃ আমার চুলের রঙ কালো।
এদের মধ্যে অন্তত একজন মিথ্যা বলছে। বলুন তো কার চুলের রঙ কি?
৪•
চার অক্ষরে নাম, আমরা সবাই খাই,
মাঝের ২ অক্ষরে যে চাবি ছাড়া উপায় নাই,
বাকি যে থাকল তারে বড়ই আপন পাই।

৫•
চলুন একটি গল্প শুনি।

একদা এক গোয়ালার কাছে দুই দা-কুমড়া সম্পর্কের জাতশত্রু গেছে দুধ কিনতে। তারা দুইজনেই নিবে ৪ লিটার করে দুধ। কিন্তু গোয়ালার কাছে কেবল দুইটি পাত্র আছে যেগুলোর ধারণক্ষমতা যথাক্রমে ৩ লিটার ও ৫ লিটার এবং আছে একটি বড় ড্রামে প্রায় ৫০-৬০ লিটার গরুর-খাঁটি-দুধ।

যাই হোক, গোয়ালা অনেক চিন্তাভাবনা করে হিসাব মিলায়ে প্রথমজনকে ঠিক ঠিক ৪ লিটার দুধ মেপে দিল, সঠিক পরিমাণে দুধ পেয়ে সে তো খুব খুশি!
কিন্তু পরের জনকেও ৪ লিটার দুধ একইভাবে মেপে দিতে গেলে সে বেঁকে বসল, শত্রুকে দেওয়া পদ্ধতিতে মিলায় দিলে সে দুধ কিনবে না। এবং দুধ না নিয়েও সে যাবে না। ঝামেলা!

এখন গোয়ালাকে সাহায্য করুন, কিভাবে অন্য উপায়ে হিসাব মিলায়ে সে পরের জনকে ঠিক ৪ লিটার দুধ দিয়ে আপদ বিদায় করতে পারবে?

৬•
102 - 102 = 2
একটিমাত্র অংকের স্থান পরিবর্তন করে সমীকরণটা শুদ্ধ করতে হবে।।

৭•
একটা 1, চারটা 9 আর গাণিতিক সংকেত (ইচ্ছামত) ব্যবহার করে আলাদা আলাদাভাবে দুইবার 100 বানাতে হবে।।


৮•
(AA)B(এখানে B হলো ঘাত) = ABBA
A এবং B এর জায়গায় কোন কোন অংক বসালে সঠিক হবে??

৯•
সে চারটি বর্ণ ধরে
তাকে সবাই মান্য করে
বিজোড় দুটোয় প্রথম দুটি রয়
জোড় দুটোতে একটি বিজোড় হয়

১০•
পাখা নাই তিন বর্ণে উড়িয়া বেড়াই।
বুক চিরে ফেলে দিলে বাদ হয়ে যাই।
শোক নাই চোখ নাই কাঁদিয়া ভাসাই।

১১•
ঢাকা শহরে তখন নতুন দোতলা ভলভো বাস নেমেছে। সেই অবস্থা! মানুষের মুখে মুখে খালি এই বাসের গল্প। তো আক্কাস আলী একদিন খুব শখ করে বাসের দোতলায় চড়ে বসলেন। কিন্তু বাস চলতে শুরু করেছে কি করেনি, বিকট চিৎকার করে দৌড়ে নেমে গেলেন তিনি।
প্রশ্ন হল, তিনি কি দেখে এত ভয় পেয়ে বাস থেকে নেমে গেলেন?

১২•
তিন অক্ষরে প্রাণী সে,
প্রথম দুটোয় তাই।
ভিতরটুকু ফেলে দিলে
পড়ে থাকে তাই।

১৩• তিন অক্ষরের শব্দ এটি, সবাই ফিরে যায়।
শেষ দুটোতে বোঝায় গতি, তিন প্রকারে ধায়।
দুইপাশেতে ডাকছে টাকা, সেটা করে খায়।
প্রথম দুটোয় সীমারেখা, কিষাণ হেঁটে যায়।

১৪•
আমাদের বিল্ডিং এর ৬তলায় এক পিচ্চি থাকে যে কিনা নতুন নতুন অক্ষর চিনতে শিখেছে। একদিন সেই পিচ্চিকে তার বাসায় পৌঁছায় দেওয়ার সময় সে তার অক্ষরজ্ঞানের পরিচয় দিল এভাবে- 0, 1, 5, E, Y, 2.
ব্যাপারটা এলোমেলো মনে হলেও সে কিন্তু তেমন কোন ভুল করেনি, কিভাবে?

১৫•
একদা আমার বউয়ের খুব পেপসি খেতে ইচ্ছা হল। বউয়ের ইচ্ছা বলে কথা, গেলাম কিনতে ঠাণ্ডা ঠাণ্ডা পেপসি। কিনে ফেরার সময় দেখি কয়েকটা বাচ্চা একটা পাইপের কাছে দাঁড়িয়ে খুব শলাপরামর্শ করছে। ব্যাপারখানা কি দেখতে গিয়ে দেখলাম তাদের পিং পং বলটা পাইপের ভিতরে ঢুকে গেছে। পাইপটা সিমেন্টে প্রায় এক ফুট মত গভীর পর্যন্ত স্থায়ীভাবে পোঁতা এবং হাত ঢোকানোর মত যথেষ্ট চওড়া না, কিন্তু বলটা বের করতে হবে অক্ষত অবস্থায়। হাতের কাছে জিনিসপত্র বলতে আর আছে ইটের টুকরা, ক্রিকেট ব্যাট, জুতার ফিতা আর পলিথিন ব্যাগ। একটু চিন্তা করে ওদের বলটা আমি বের করে দিলাম একদম অক্ষত। কীভাবে?

উত্তর

১• ধরা যাক ঘড়িতে যখন দশটা বাজে তখন আপনি বের হয়ে গেলেন। মোড়ে পৌঁছে দেখলেন মেয়রের ঘড়িতে বারোটা দশ বাজে। তারপর সিগারেট ফুঁকে এবং মিষ্টি বাতাস উপভোগ করলেন। রওয়ানা দেয়ার আগে দেখলেন মেয়রের ঘড়িতে বাজে বারোটা পনের।
সুতরাং আপনি পাঁচ মিনিট মোড়ে ছিলেন।
এবার বাড়ি ফিরে দেখলেন আপনার ঘড়িতে বাজে দশটা পঁচিশ মিনিট।
সুতরাং আপনার মোট সময় পঁচিশ মিনিট।
সুতরাং যাওয়া বা আসার সময় = (২৫-৫)/২ = ১০ মিনিট।
সুতরাং মেয়রের ঘড়ির বারোটা পনের + দশ = সঠিক সময় বারোটা পঁচিশ।

২• A1-B5-C8-D6-E3-F7-G2-H4

৩• দুজনেই মিথ্যে বলছে। অন্তত একজন মিথ্যে বলছে, তারমানে বেশিও হতে পারে।
৪• ফুলকপি
৫• উপায় ১ঃ ৩ লিঃ এর পাত্র পূর্ণ করে সেটি ৫ লিঃ এর পাত্রে ঢালব। আবার পূর্ণ করে সেটা থেকে ঢেলে ৫ লিঃ এর খালি অংশ পূর্ণ করব। এবার ৫ লিঃ পাত্র খালি করে সেটাতে ৩ লিঃ পাত্রের ১ লিঃ ঢেলে দিব। এবার ৩ লিঃ পাত্র পূর্ন করে ৫ লিঃ পাত্রে ঢেলে দিব।
উপায় ২ঃ ৫ লিটার এর পাত্র পূর্ন করব।সেখান থেকে ৩ লিটার এর পাত্র পূর্ন করব। ৩ লিঃ এর পাত্রটি খালি করে সেটাতে ৫ লিঃ পাত্রের বাকী ২ লিঃ ঢালব। এবার ৫ লিঃ পাত্র আবার পূর্ণ করে সেখান থেকে ৩লিঃ এর পাত্রের খালি অংশ পূর্ণ করব। তাহলে ৫ লিঃ পাত্রে আর ৪ লিঃ বাকি থাকে।

৬•102 – 10² = 2.

৭• (99/1)+(9/9) = 100, or
199-99 = 100, or
(9x9)+9+9+1 = 100.

৮• 11³ = 1331.


৯• মাননীয়

১০• বারিদ (মেঘ)

১১• দোতলায় ড্রাইভার ছিল না, ড্রাইভার ছাড়া গাড়ি চলতে দেখে ভয়ে নেমে গেছে।

১২• ছাগল

১৩• আলয়

১৪• বাচ্চাটা লিফটের ভিতরের আয়নায় দেখে প্রতিটা ফ্লোরের ডিস্প্লেতে 0, 1, 2, 3, 4, 5 লেখাগুলো পড়েছে যথাক্রমে 0, 1, 5, E, Y, 2...

১৫• পাইপে পেপসি ঢেলে দিলে বলটা ভেসে উঠে এসেছে।

আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০

আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০

গণিতের মজার ধাঁধা-১

গল্পে গল্পে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৪

মজার প্রশ্ন-৪

গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা

মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন

মজার প্রশ্ন- ৯| উত্তরসহ ১১টি ভীষণ মজার প্রশ্ন

বিবিধ ধাঁধা-২| উত্তরসহ কয়েকটি ভীষণ মজার ধাঁধা

মজার প্রশ্ন-১৪| উত্তরসহ ১৫টি ভীষণ মজার প্রশ্ন

ছন্দে ছন্দে ধাঁধা-৯| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দধাঁধা



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম