মার্চ 2020 - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

মার্চ, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গল্পে গল্পে ধাঁধা-৫: মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা - ৫: মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্পে গল্পে ধাঁধা-২ ১• এক দিনাজপুর থেকে চাউল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে একটা ট্রাক (কাভার্ড ভ্যান টাইপের) রওয়ানা দিলো। রওনা হওয়ার সময় ওজন মাপার ব্রিজে দেখা গেল সবসহ ট্রাকটার ওজন কাঁটায় কাঁটায় ১০ টন। কিছুদিন আগের বন্যায় দিনাজপুর থেকে বগুড়ার মাঝপথে একটা সেতু ভেঙ্গে যাওয়ায় সেখানে একটা বেইলি ব্রীজ বানিয়ে রাখা হয়েছে। উন্নততর পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই বেইলি ব্রীজটার ভারবহন ক্ষমতাও ঠিক ১০টন, এর চেয়ে সামান্য বেশি হলেও হুড়মুড় করে ভেঙ্গে পড়বে। তো সেই ব্রীজে ওঠার আগে স্পিডব্রেকারে যেই না ট্রাকের গতি কমিয়েছে, ওমনি কোত্থেকে এক দুষ্ট ছেলে ২ কেজি ওজনের একটা বিড়ালকে ট্রাকের বাম্পারে বসিয়ে দিল। ঐ বেড়ালটা ট্রাক থেকে নামার আগেই ওটাকে নিয়ে ট্রাক সেতু পার হয়ে গেল। প্রশ্ন হল: সেতু ভেঙ্গে পড়লো না কেন? উত্তর : অতো দূর আসতে ২ লিটারের অনেক বেশিই তেল খরচ হয়ে গেছে। তাই কোনো সমস্যা হয়নি। ২• ধরো তুমি একটা অন্ধকার ঘরে ঢুকেছো। তোমার হাতে একশতটা কয়েনের একটা বাটি। এখন তুমি আলো জ্বালতে যাবে তার আগেই কয়েনগুলো নিচে পড়ে গেল

কয়েকটি ছন্দের ধাঁধা : মজার ধাঁধার আসর : ছন্দে ছন্দে ধাঁধা

উত্তরসহ কয়েকটি ছন্দের ধাঁধা| Intersting and Tricky Bengali Riddles With Answers| ছন্দে ছন্দে ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-১| উত্তরসহ ভীষণ মজার কিছু গল্পের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ ১• তারে দেখা যায় না, তবু সে আছে। তার কান নাই, তবু সে তোমার কথা শোনে। তার মুখ নাই তবু সে বলে। সে কে? ২• তিন অক্ষরে নাম তার কৃষ্ণবরণ। প্রথম অক্ষর ছেড়ে দিলে সেটাই জীবন। মধ্যের অক্ষর ছেড়ে দিলে তারে ছাড়া অচল জীবন, শেষের অক্ষর ছেড়ে দিলে তারে ছাড়াও অচল জীবন। বলুন তো কি? ৩• সে চার বর্ণ, সে থাকে মৌন, তবু আছে শোরগোল, আর আছে তাতে জল। উত্তর : ১• প্রতিধ্বনি ২• কাজল ৩• নীরবতা ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৯| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দধাঁধা