মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

গণিতের মজার প্রশ্ন - ৬|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার গণিত ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020

গণিতের মজার প্রশ্ন - ৬|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার গণিত ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020 ১• ২০ জন মানুষ। ২০টি রুটি। প্রতি পুরুষ খেলো তিনটি করে, প্রতি মহিলা খেলো ২টি করে,প্রতিটি বাচ্চা খেলো অর্ধেক করে,কিন্তু কেউই না খেয়ে থাকলো না এবং কোন রুটি অবশিষ্ট রইলো না। এখন বলতে হবে ঐ ২০জনের মধ্যে কতজন পুরুষ, কতজন মহিলা এবং কতজন বাচ্চা ছিল। ২• একটা শামুক ২০মিটার গভীর কুয়ার একদম নিচের প্রান্তে আছে। প্রতিদিনই শামুকটা ৫মিটার উপরের দিকে ওঠে। কিন্তু রাতে ৪মিটার নিচের দিকে পিছলিয়ে পড়ে। এখন শামুকটার কুয়ার একদম উপরে পৌঁছতে কতদিন লাগবে? সংগ্রহ- নাজমুল হাসান ৩• সজীব তুহিনকে বলল, তোমার আম থেকে যদি আমাকে ১০টি দাও, তবে আমার আমের সংখ্যা তোমার আমের দ্বিগুণ হবে। এটা শুনে তুহিন বলল, বরং তুমি আমাকে ১০টি আম দাও। তাহলে আমার আম তোমার আমের তিন গুণ হবে । বলুন তো কার কাছে কয়টি আম আছে? সংগ্রহ- নাজমুল হাসান ৪• এক শহরে পরিবেশ দূষণ রক্ষা করার জন্য সাইকেল আর রিকশা ছাড়া সব যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। এই আনন্দে ঐ শহরের সকল মানুষ রিকশা ও বাইসাইকেলে আনন্দ মিছিলে বের হয়েছে। চালকসহ প্রত

মজার প্রশ্ন-১৬| উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020

মজার প্রশ্ন-১৬|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020 ১• মনে করুন, হঠাৎ লোডশেডিং এ আপনার ঘরটি গাঢ় অন্ধকার হয়ে গেছে। আলো জ্বালবেন সেই সময় আপনার নেই। কারণ আপনি খুব তাড়ায় আছেন। এখনই বাইরে যেতে হবে। একটি বাক্সে আপনার চার রঙের আটটি জুতা আছে। আর একটি বাক্সে পাঁচ রঙের পঞ্চাশটি মোজা আছে। এখন আপনাকে হাতড়ে আন্দাজ করে জুতা ও নিয়ে বাইরে আসতে হবে। সর্বনিম্ন কতটি জুতা ও কতটি মোজা হাতড়ে নিয়ে আসলে আপনি একজোড়া একই রঙের জুতা ও একজোড়া একই রঙের মোজা নিশ্চিতভাবে বাইরে নিয়ে আসতে পারবেন? ২• পরশু রিমির বয়স ছিল সাত বৎসর। আগামী বৎসর রিমির বয়স দশ বৎসর পূর্ণ হবে। কীভাবে? ৩• দুই বন্ধু গল্প করছে। নিজেকে জাহির করায়ই তারা ব্যস্ত। এক পর্যায়ে এক বন্ধু বলল "তুই কতবার এই জায়গায় গিয়েছিস? আমি দশবার গিয়েছি।" তখন ঐ বন্ধুটি মুচকি হেসে বলল -"আমি তোকে সংখ্যাটা লিখে বলব।" সে লিখল - "১১২৯"। সে এখানে কতবার বুঝাতে চেয়েছে। ৪• মনে করুন আপনি একটি লিফট এর ভেতর আটকে পরেছেন। আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে। ১০, ৯,৮,৭,৬,৫,৪..... আর মাত্র

ছন্দে ছন্দে ধাঁধা-৯|উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৯|উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020|Bangla Dhadha|Mojar Dhadha ১• পাতা আছে, গাছ নয়, জল আছে, জলাশয় নয়, তারা আছে আকাশ নয়, বলো তো এটা কী হয়? ২• তিন অক্ষরে নাম আমার, সুন্দরী বলে খ্যাতি। ১ম অক্ষর ছেড়ে দিলে জলে সাঁতার কাটি। মধ্যের অক্ষর কাটো যদি চারুকলায় থাকি। ৩• পাখি থেকেই জন্ম আমার কিন্তু আকাশে থাকি না। সাগরে সাঁতার কাটি কিন্তু ভিজি না। ৪• সারা বিশ্বে তার বিচরণ, কিন্তু পড়ে থাকে এক কোণে সর্বক্ষণ। কে সেইজন? ৫• থাকে সে পাশে তোমারি, সে খুব জরুরী, অর্ধেকে তার এক'কে করে দুরি(দুই), অর্ধেকে সে নদী অস্ট্রেলিয়ায় বাড়ি, তিন ভাগ তার আমারি। ৬• অন্ধ সে নয়, তবু অন্ধ বলা হয়। অন্ধ বলিলে, সে খেলা হয়। ৭• তিন অক্ষরের নাম তার পথ দেখিয়ে চলে, প্রথম অক্ষর কেটে দিলে বৃক্ষ হয়ে রবে, মাঝের অক্ষর কাটিলে ঝুমুর ঝুমুর বাজিবে, শেষের অক্ষর ছেড়ে দিলে জ্বালিয়ে খেলো আহা রে! ৮• চার অক্ষরে নাম গাছের ডালে বাস। আগ পিছ ছেঁটে দিলে হবে প্রাণ নাশ। ৯• জন্ম যখন হলো তার শিং ছিল দুই দিকে

ছন্দে ছন্দে ধাঁধা-৮|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি ছন্দ ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৮|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি ছন্দ ধাঁধা|মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|Interesting and Tricky Bangla dhadha, 2020 ১• সে সুন্দর, সে মনোহর। সে চতুর্বর্ণ, সে সপ্তবর্ণ, সে অস্ত্রধারী, সে অনন্য, সে কে? ২• তিন অক্ষরে নাম তার, সে বড় আপন, বামে যে জন, নয় সে নির্জীব জন, ডানে সেথা, না থাকে সভ্যজন। ৩• সে ত্রিবর্ণ, সে অনিন্দ্য, সে স্নিগ্ধ, বাম দিকে তীর নিয়ে ডানে চলে অবিরত। সে কে? ৪• "খ্যাতিমান শিল্পী তিনি, অসাধারণ শিল্প তার ঘরে ঘরে শোভা পায়, মানবেরে পাশে নিয়ে দুনিয়া কাঁপায়, ছেলে বুড়ো সবাই ভীষণ ভাল পায়। কে তিনি?" ৫• আগে থাকে প্রজা, পিছে রাজা সে জন, দুদণ্ড বসে না, ব্যস্ত সারাক্ষণ। তিনি কোন জন? ৬• সে সুন্দর, সে অজিত, সুনীল মাধুরী বিকশিত, তার শোভায় অঙ্গন হয় সুশোভিত। সে কে? ৭• সে আসে হলুদেতে ভেসে, মন রাঙ্গায় রক্তিম শোভায়, মন ভাসায় মিষ্টি হাওয়ায়, মন ভোলায় মধুর সুরেলা গানে। সে কে? ৮• তার পালক আছে, সে উড়ে, সে নয় পাখি। সে কী? ৯• বামে ধুুম, ডানে কেতন, লেজ দুলিয়ে চলে। সে সুন্দর, সে শুভ্র, সে কে? ১০• চার বর্ণের নাম

মজার প্রশ্ন-১৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন|

মজার প্রশ্ন-১৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020 ১• এমন একটি বাংলা শব্দ যা তিন অক্ষরের, তবু দুই অক্ষরে লেখা যায়।মাঝেমাঝে চার অক্ষরে লেখা যায়। ২• সপ্তাহের কোন চারটি দিন একই অক্ষর দিয়ে শুরু হয়? ৩• পাঁচ অক্ষরের সবচেয়ে লম্বা ইংরেজি শব্দ কোনটি? ৪• আমরা জানি সাধারণত দুইটি দলের অংশগ্রহণে একটি খেলা হয়।কোন খেলায় একই সময়ে অনেক দল অংশগ্রহণ করে? ৫• কোন খেলায় যারা পিছে যায় তারা জয় লাভ করে? (উল্টো দৌড় না) ৬• এমন দুইটি ফুলের নাম বলো যে ফুলগুলির নামের মধ্যে একই অক্ষর বিরাজমান। ৭• কখন কোন সুস্থ মস্তিস্কের লোক জাগরণে ফোনে একা একা কারো সাথে কথা বলে? মানে ওপাশে কেউ নাই। এমন কি সংযোগ ও নাই। ৮• কে শিরশ্ছেদের পর আবার শির ফিরে পায়? ৯• তার নামটাই অমুকের জিনিস। (কার এবং জিনিসটার নাম বললে ধাঁধার উত্তর হয়ে যাবে।)কিন্তু জিনিসটা অমুকের না এবং জিনিসটার সাথে অমুকের কোন সম্পর্কও নাই।সেই অমুকের জিনিসের নামটা কি? ১০• আসলাম সাহেব বিরাট বড়োলোক মানুষ। অঢেল টাকার মালিক। একদিন তিনি তার নিজের ঘরে শুয়ে আছেন। হঠাৎ এ

মজার প্রশ্ন-১৪|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন|

মজার প্রশ্ন-১৪|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন,২০২০|Tricky and Interesting Bengali Riddles, 2020 ১• সে কোন মানুষ যাকে আমরা চিনি না, যার সাথে আমাদের কোন সম্পর্ক নাই, যার সম্পর্কে কোনদিন শুনি নি কিন্তু দেখা মাত্রই তাকে বিশ্বাস করি কোন দ্বিধা না করে? ২• সে তোমার খুব প্রিয়। খুব আপন। তুমি তার অপেক্ষা করো। সে আসে। কিন্তু তুমি হাসো না। তাকে পেয়ে খুশি হও না। সে থাকে। কিন্তু তোমার কোন অনুভূতি নেই। তারপর সে ভেঙে চলে যায়। তুমি তাকে ছাড়তে চাও না। তবু ছাড়তে হয়। সে চলে যায়। কিন্তু আশ্চর্য তার যাওয়া তোমাকে কষ্ট দেয় না। তোমাকে কাঁদায় না। সে কে? ৩• তাকে দেখা যায় না। আবার দেখা যায়। সে হাসায় সে কাঁদায়। সে সবচেয়ে লম্বা, আবার সবচেয়ে ছোট। সবচেয়ে দ্রুত আবার সবচেয়ে ধীর। মুহুর্তে সে আছে। কবরে সে নেই। মাসে তাকে দেখা যায়। লাশে সে নাই। সে সত্য। নয় অবাস্তব কিছু। সে কে? ৪• কোন দুইটি অর্থপূর্ণ ইংরেজী শব্দ এক সাথে করলে তাতে সবচেয়ে বেশি লেটার থাকে কিন্তু বাংলা অর্থ মাত্র চার অক্ষরের একটি শব্দে হয়।? ৫• কি এমন জিনিস যার আকৃতি চারকোনা তবু সবাই ব

গল্পে গল্পে ধাঁধা-১৩|উত্তরসহ ভীষণ মজার সাতটি গল্পের ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-গিয়াস উদ্দিন

গল্পে গল্পে ধাঁধা-১৩|উত্তরসহ ভীষণ মজার সাতটি গল্পের ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-গিয়াস উদ্দিন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|Interesting and Tricky Bengali Riddles 2020 ১• আমার ভাগ্না ভাগ্নী বায়না ধরলো তাদেরকে একটি গল্প শুনানোর জন্য। তখন আমি তাদের একটি গল্প শুনাতে লাগলাম গল্পঃ আমি তখন ছোট.. ক্লাস এইট কি নাইনে পড়ি। তখন খুব ডানপিটে ছিলাম। একদিন বন্ধুরা মিলে বল খেলছিলাম হঠাৎ বলটা উড়ে গিয়ে মাতব্বরের বাড়িতে পড়লো। তখন আমি বলটা আনতে গেলাম কিন্তু ঐ বাড়ির দারোয়ানটা ছিল ভীষন বজ্জাত। সে এসে বল নিয়ে ঘরের ভিতর চলে গেল এবং কিছুক্ষন পর বলটাকে কেটে দুটুকরো করে এনে আমার হাতে ধরিয়ে দিলো এবং ক্রুর হাসি হাসলো। তখন আমরা বন্ধুরা মিলে ব্যাটাকে কিভাবে শায়েস্তা করা যায় তা চিন্তা করতে থাকলাম। একদিন কনকনে শীতের রাতে কালো জ্যাকেট পড়ে মাতব্বরের বাগানে ঢুকলাম তছনছ করার জন্য কিন্তু বাগানে ঢুকে গাছ থেকে কাঁচা পাঁকা আম পেড়ে পকেটে ভরতে লাগলাম। হঠাৎ দারোয়ান আমাদের পেছনে জমদুতের মত হাজির। কিন্তু পরক্ষনে আমাদের কালো জ্যাকেট দেখে ভূত মনে করে, ভূত ভূত বলে দৌড়ে পালিয়ে গেল এবং আমরাও এই সুযোগে পালিয়ে আসলা

গল্পে গল্পে ধাঁধা-১২| উত্তরসহ ভীষণ মজার ৫টি গল্পধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-১২|উত্তরসহ ভীষণ মজার ৫টি গল্পধাঁধা|মজার মজার সব ধাঁধা ২০২০| Interesting and Tricky Bengali Riddles ১• রনি আর জনি দুই ভাই। ভাই হলে কী হবে দুই ভাই এ সম্পর্ক সাপে নেউলে। রনি হলো মাথা গরম মানুষ। সবার সাথেই তার ঝগড়া হয়। একদিন রাগে সে এক লোককে মেরেই ফেলল। জনি সেটা দেখে ফেলল। মামলা হল। জনি রনির বিরুদ্ধে সাক্ষ্য দিল। অপরাধ প্রমানিত হল। কিন্তু জীবনে প্রথম বার বিচারক খুনীকে ফাঁসি অথবা যাবজ্জীবন কোন শাস্তিই দিতে পারছেন না। বিচারক মহা চিন্তায় আছেন। কারণটা কী? উল্লেখ্য, রনি কিন্তু জীবিত। ২• সালাম সাহেবের দামী একটা চিত্রকর্ম চুরি গেছে। তিনি তাঁর বন্ধু গোয়েন্দা কুয়াশাকে চোর বের করার দায়িত্ব দিলেন। সন্দেহভাজনরা হল মালি কদম আলি, বাবুর্চি সরফরাজ, কাজের মেয়ে আমিনা ও সহকারি বাবলু। কুয়াশা ক্লু খুঁজতে গিয়ে দেখলেন যে চোর লোকটা মজার মানুষ। সে ইচ্ছে করে ক্লু রেখে গেছে। ক্লুগুলো হলো পাঁচটি কাগজের টোকা। একটি টোকা পাওয়া গেলো সব চেয়ে বড় শোবার ঘরে। সেটাতে লেখা "আমি চোর" ৫ বার। একটা পাওয়া গেলো স্টোর রুমে। তাতে "আমি চোর" একবার লেখা। দুইটা পাওয়া গেলো ছবি আঁকার

মজার প্রশ্ন-১৩|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাসুম আহমেদ

মজার প্রশ্ন-১৩|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাসুম আহমেদ| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০ ১• ক্লাসে তোহার ৬জন বন্ধু আছে। তার কাছে ১৮টা পেন্সিল আছে। সে তার বন্ধুর সাথে সমানভাবে পেন্সিলগুলা ভাগ করে নিলে তার কাছে কয়টা পেন্সিল থাকবে? ২• সন্ধ্যা ছয়টার সময় 3:30 AM দেখাবে! ঘড়ির টাইমও ঠিক আছে। কীভাবে সম্ভব? ৩• যে কোন ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে আমি সেই খেলার স্কোর বলে দিতে পারব। বলুন তো কীভাবে সেটা বলতে পারব? ৪• একটা ঘর তৈরি করতে ১০জন শ্রমিকের এক মাস সময় লাগলো। ৫জন শ্রমিকের ঘরটা তৈরি করতে কতদিন সময় লাগবে? ৫• আমি একটা জায়গায় সবসময় চুপ করে বসে থাকি। কিন্তু বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে আমি ভ্রমণ করিনি। কে আমি? ৬• প্রেমিক প্রেমিকাকে বললো, “আমি তোমাকে আকাশের মত ভালবাসি” তখন থেকেই ওদের প্রেম ভেঙ্গে গেল। কিন্তু কেন? ৭• এক সমান তিন, তিন সমান এক, পাঁচ সমান চার, কিন্তু চার সমান আবার চার। কীভাবে সম্ভব? ৮• ১ এবং ১০০ এর ভিতরে কয়টা ৫ আছে আর কয়টা ১ আছে? ৯• আট অক্ষরের একটা ইংরেজি শব্দ বলতে হবে যে শব্দ থেকে একটা একটা অক্ষর বাদ দিলে আরেকটা

মজার প্রশ্ন-১২|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাহফুজুল ইসলাম স্বপন

মজার প্রশ্ন-১২|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাহফুজুল ইসলাম স্বপন|মজার মজার সব প্রশ্ন ২০২০ ১• মনে করেন রেমিন ভাইয়ের ৩ ছেলে ২ মেয়ে,সবাই বিবাহিত।বড় ছেলের নাম টলু,মেঝ ছেলের নাম মলু আর ছোট ছেলের নাম কলু।বড় মেয়ের নাম টলি আর ছোট মেয়ের নাম মলি। সবাই পরিবার নিয়ে আলাদা থাকে।আবার রেমিন ভাইয়ের স্ত্রী থাকেন বছরে ৬ মাস বিদেশে। তাই রেমিন ভাইকে ৬মাস ছেলে মেয়েদের বাসায় ভাগ করে থাকতে হয়। ছেলেদের বাসায় তিনি যত দিন থাকেন মেয়েদের বাসায় তার অর্ধেক দিন থাকেন। সব ছোট মেয়েকি তিনি বেশি ভালবাসেন তাই তার বাসায় ৩দিন বেশি থাকেন।এবং বড় ছেলের বাসায় ৩দিন কম থাকেন। এখন বলতে হবে রেমিন ভাই এক পক্ষে কত দিন থাকেন? ২• হাঁস,মুরগী,কবুতর,কাক, টিকটিকি ডিম দেয়। গরু,ছাগল,মহিষ দুধ দেয়। কে ডিম দেয় আবার দুধও দেয়? ৩• চলতে চলতে খসলো শির মাথা কাটলে চললো ফির। সে কে? ৪• এক ব্যক্তি আত্মহত্যা করেছে ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাশটি দেখে বিপাকে পড়ে যায়। কারন ফ্যানের উচ্চতা ছিল অনেক। রুমের মধ্যে শুধু একটি মিনারেল ওয়াটারের খালি বোতল পরে ছিল আর

ছন্দে ছন্দে ধাঁধা - ৭|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি ছন্দের ধাঁধা, ২০২০|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-রেমিন সরকার

ছন্দে ছন্দে ধাঁধা - ৭|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি ছন্দের ধাঁধা, ২০২০|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-রেমিন সরকার| মজার মজার সব ধাধা|Interesting and Tricky Bengali Riddles, 2020 ১• রাজ্যময় ঘুরে বেড়ায় থাকে সে পায়ের তলায় তৈরিতে লাগে কাঠের ভার বলতে হবে নাম কি তার? ২• তারে পাই আদালতে আরো পাই বনে, এর কোন জুড়ি নেই কারো মন গলাতে। (উচ্চারণ এবং বানান দুটিকেই প্রাধান্য দিতে হবে) ৩• মুখেতে খেলে চুমু হাসে খল খল পেট মাঝে শুধু জল করে ছল ছল। কী সে জিনিস ভায়া দ্রুত তুই বল? ৪• হইয়াও আমি শত ছিদ্র, পানি ধরে রাখতে সিদ্ধহস্ত, বলো দেখি হে, আমি কে? ৫• তিন অক্ষরে খাবার, সর্বলোকে খায়, মাঝের বর্ণ ছেড়ে দিলে ঘরে চলে যায়। ৬• এমন কী, সে ভাই আমরা হরদম খাই, কিন্তু দেখিতে না পাই। অনুভব করিতে না পাই। ৭• আকাশেতে ঝিকিমিকি চৌতলায় তার বাস, তাকে আবার মানুষের খাইতে বড় আশ। ৮• হাজার বছরের পুরোনো হয়েও বয়স এক মাস তোমার আমার মাথার উপর করে সে বাস। ৯• এটি যত বেশি প্রকট হবে তুমি তত কম দেখতে পাবে। ১০• তারে পাবে কবির কবিতায়, হারিয়ে গেলে সময়, খুঁজে পাবে বাগিচা-কাননে, যদি খোঁজো গানে গান

মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ|

মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ| মজার মজার সব প্রশ্ন ২০২০| Interesting and Tricky Bengali Riddles With Answers ১• যখন তুমি জানো না আমি কি তখন তোমার কাছে আমি কিছু একটা। কিন্তু যখন তুমি আমাকে জেনে যাও তখন তোমার কাছে আমি কিছুই না। এই আমিটা কে? ২• আপনার কাছে আছে ৬ টা শিকলের অংশ। এর মধ্য ২ টা অংশে আছে মাত্র তিনটা লিঙ্ক। আর বাকি ৪ টা অংশে চারটা লিঙ্ক। একটা লিঙ্ক কাটতে লাগে ৫ টাকা আর জোড়া দিতে ৩ টাকা। আপনাকে আমি ৫ টা ১০ টাকার নোট দিলাম। সবটুকরা জোড়া লাগিয়ে ২২ লিঙ্কের একটা শিকল তৈরী করে আপনি সর্বোচ্চ কত টাকা বাঁচাতে পারবেন? ৩• তিনটা বাক্স। একটার গায়ে লেখাঃ কমলা। একটার গায়ে মাল্টা আরেকটার গায়ে মাল্টা ও কমলা। কিন্তু তিনটার লেখাই ভুল। এটা আপনি জানেন। মানে যেটায় কমলা লেখা ঐটায় হয়ত কমলা মাল্টা দুইটাই আছে বা শুধু মাল্টা আছে। এরকম। আপনি একবার একটা বাক্স থেকে একটা মাত্র ফল তুলেই কিভাবে বুঝবেন যে কোনটায় আসলে exactly কী আছে? ৪• ১৫০ জনের একটা পার্টিতে গেম শো আয়োজন করা হল। চারটা বাক্সে চার রঙের বল ঢুকানো আছে। লাল, সাদা, নীল, সবুজ। স

মজার প্রশ্ন-১০|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মো: সারোয়ার জাহান

মজার প্রশ্ন-১০|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মো: সারোয়ার জাহান| মজার ধাঁধার আসর| Interesting and Tricky Bengali Riddles with Answers ১• একটি লোক আপনাকে চর দিলো। কিন্তু তাতে আপনি খুশি হলেন। কেন? ২• একটি নৌকাতে চারজন লোক আছে। একজন মাঝি, ডাক্তার, উকিল ও এম পি। এদের মধ্যে মাঝি ছাড়া কেউ সাঁতার কাটতে জানেনা। এক সময় অনেক ঝড় উঠলো, নদীর ঢেউয়ের ধাক্কায় নৌকা উল্টে চারজন পানিতে পড়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হল, তারা চারজনই অক্ষত অবস্থায় তীরে উঠে এলো।

গণিতের মজার ধাঁধা-৫| উত্তরসহ মজার গণিত|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাহমুদুল হাসান হীরা

মজার গণিত-৫|উত্তরসহ গণিতের আটটি মজার প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাহমুদুল হাসান হীরা| মজার ধাঁধার আসর| Interesting and Tricky Riddles With Answers ১• 1, 2, 3,.........,(n-1), n, (n+1),....... k একটি সমান্তর ধারা। n ও k এর মান নির্ণয় করুন যেন, (1+2+3+.....+n-1)=(n+1+.......+k) হয়। ২• আপনি একজন কলা ব্যবসায়ী। আপনার কাছে ৩০০০টি কলা ও ১টি উট আছে। আপনার বাড়ি থেকে বাজারের দুরত্ব ১০০০ কিমি। উটটি সর্বোচ্চ ১০০০টি কলা বহন করতে পারে। প্রতি কিমি পথ পাড়ি দিতে উটটির ১টি করে কলা খেতে হয়। বাড়ি থেকে বাজার পর্যন্ত আর কোন জনমানব, ঘরবাড়ি নেই। আপনি কিভাবে অন্তত ৫০০টি কলা বাজারে পৌছাতে পারবেন? ৩• মফিজের বয়স যখন জব্বারের বর্তমান বয়সের অর্ধেক ছিল, তখন জব্বারের যে বয়স ছিল, তার দ্বিগুণ বয়সে মফিজ যখন পৌঁছাবে, তখন জব্বারের যে বয়স হবে, মফিজের বর্তমান বয়স তার অর্ধেক। . 5 বছর পরে তাদের মোট বয়স হবে 100 বছর। . বর্তমানে কার বয়স কত? ৪• আপনার কাছে ১০০ কেজি আলু আছে, ভর হিসেবে যার ৯৯%ই পানি। আলুগুলো রোদে শুকানোর পর পানির পরিমান ৯৮% হলো। এখন আলুর(পানিসহ) ভর কত কেজি? ৫• একজন পর্যটক প্রতিদিন ত

গণিতের মজার প্রশ্ন-৪|উত্তরসহ গণিতের দারুণ মজার সাতটি প্রশ্ন| সংগ্রহ ও সম্পাদনা-আব্দুল্লাহিল কাফি

গণিতের মজার প্রশ্ন-৪|উত্তরসহ গণিতের দারুণ মজার সাতটি প্রশ্ন| সংগ্রহ ও সম্পাদনা-আব্দুল্লাহিল কাফি| মজার ধাঁধার আসর| মজার মজার গণিত ১• একজন কৃষকের ৪৯টা গরু আছে । তার গরুগুলো যথাক্রমে ১ম গরু ১ কেজি দুধ দেয় , ২য় গরু ২ কেজি দুধ দেয় , ৩য় গরু ৩ কেজি ............ এমনি ভাবে ৪৮ তম গরু ৪৮ কেজি দুধ দেয় এবং ৪৯ তম গরু ৪৯ কেজি দুধ দেয় । কৃষকের ৭ জন ছেলে ছিল । কৃষক অসুস্থ হয়ে পরায় গরুগুলোকে ৭ জন ছেলের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে চাইলেন । প্রত্যেককে ৭ টি করে গরু দেয়া হবে । কোন ছেলেকে কত ও কত নং গরু দিলে প্রত্যেকে সমান পরিমাণ দুধ পাবে ? ২• একটা স্কুলে ১০০ জন ছাত্র। একদিন পাগলাটে হেডমাস্টার ১০০টি দরজাবন্ধ সিন্দুক স্কুলের মাঠে জড়ো করলেন। উপস্থিত ১০০ ছাত্রকেই মাঠে ডাকলেন। যার রোল ১ তাকে সবগুলো সিন্দুকের দরজা খুলতে বললেন। এরপর যার রোল দুই তাকে ২য়, ৪র্থ,৬ষ্ট,৮ম...এই সিন্দুক গুলোকে বন্ধ করতে বললেন। এরপর রোল তিনকে বললেন ৩,৬,৯,১২... এই ধারায় যতগুলো সিন্দুক আছে সেগুলো বন্ধ থাকলে খুলতে, খোলা থাকলে বন্ধ করতে। এর পরে একই ভাবে সব ছাত্রকেই পর্যায়ক্রমে একই কাজ করতে হল-- তার রোলের অন্তর অন্তর সিন্দুকগুলো খো

বিবিধ ধাঁধা-২| মজার কিছু ধাঁধা - রচনা, সংগ্রহ ও সম্পাদনা সাব্বির এ চৌধুরী এবং রাইয়ানুল কবির প্রান্ত

মজার প্রশ্ন-৯|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মনোয়ার হোসেন মিলন| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• নিচের সিকুয়েন্সটিকে ঘিরে একটি স্পেশালিটি লুকিয়ে আছে, পারবেন বের করতে? 8, 5, 4, 9, 1, 7, 6, 10, 3, 2, 0 (প্রান্ত) ২• বাজার থেকে একটা জিনিস কিনে আনলাম। যে দেখে জিনিসটাকে, সেই ওটা তার বলে দাবি করে। বলতে হবে জিনিশটা কী? (সাব্বির) ৩• গতকাল দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। দুপুরবেলা তাড়াহুড়ো করে সময় দেখতে গিয়ে সামান্য ভুল করে ফেললাম। ঘন্টার কাঁটাটিকে মিনিটের কাঁটা এবং মিনিটের কাঁটাটিকে ঘন্টার কাঁটা হিসেব করায় ঘড়িতে সময় আসল সময়ের চেয়ে ৫৫ মিনিট কম দেখাল। তাহলে ঘড়িতে আসল সময় কত ছিল? (সাব্বির) ৪• বন্ধু A, B, C এবং D কে একটা সেতু পার হতে হবে। সেতুটা এতোই সরু যে একসাথে দুজনের বেশি তাতে উঠতে পারবে না। রাত্রিটা এতোই অন্ধকার যে টর্চলাইট ছাড়া যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। অথচ এই চারজনের কাছে টর্চলাইট আছে মাত্র একটা। যদি পৃথকভাবে সেতু পার হওয়া যেত, তাহলে A এর সময় লাগত 1 মিনিট, B এর 2, C এর 5 এবং D এর 10 মিনিট। কিন্তু য

বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি

বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• গভীর রাতে কেন জানি আমার ঘুমটা ভেঙে গেল। চারিদিকে সুনসান নীরবতা। শুধু দেয়ালের বিশাল একটা ঘড়িতে সেকেন্ডের কাঁটা টিকটিক শব্দে এই গাঢ় অন্ধকারের ভৌতিক ছায়াটাকে আরো ভয়াল করে তুলেছে। হঠাৎ মনে পড়ল, ঘড়ির সময় তো ভুল! ঘুমানোর আগে সময় ঠিক করে নেওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। বাসায় আর কোন ঘড়ি নাই আর এত রাতে পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবীকে ডেকে সময় জিজ্ঞেস করা সমীচীন মনে হল না! খেয়াল হল, গত মাসে চৌরাস্তার মোড়ে মেয়র সাহেব একটা অত্যাধুনিক ঘড়ি স্থাপন করে দিয়েছেন। ভালই হল, এই সুযোগে একটা সিগারেট খেয়ে আসাও হবে আর মজার ধাঁধাঁ'র জন্য একটা ধাঁধাঁও বানানো যাবে। দেরি না করে উঠে পড়লাম। লাইটার আর সিগারেটের প্যাকেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মোড়ে গিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরালাম। মেঘহীন তারা ভরা খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ধোঁয়া ফুঁকতে বেশ লাগছিল। কিছুক্ষণ মিষ্টি বাতাসে প্রাণভরে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করে বাসায় ফিরে এসে ঘড়ির সময়টা ঠিক করে দিলাম।... ...বলেন দেখি কিভাবে সঠি