বিবিধ ধাঁধা-২| মজার কিছু ধাঁধা - রচনা, সংগ্রহ ও সম্পাদনা সাব্বির এ চৌধুরী এবং রাইয়ানুল কবির প্রান্ত - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

বিবিধ ধাঁধা-২| মজার কিছু ধাঁধা - রচনা, সংগ্রহ ও সম্পাদনা সাব্বির এ চৌধুরী এবং রাইয়ানুল কবির প্রান্ত

মজার প্রশ্ন-৯|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মনোয়ার হোসেন মিলন| Intersting and Tricky Bengali Riddles With Answers


১•
নিচের সিকুয়েন্সটিকে ঘিরে একটি স্পেশালিটি লুকিয়ে আছে, পারবেন বের করতে?
8, 5, 4, 9, 1, 7, 6, 10, 3, 2, 0

(প্রান্ত)

২•
বাজার থেকে একটা জিনিস কিনে আনলাম। যে দেখে জিনিসটাকে, সেই ওটা তার বলে দাবি করে। বলতে হবে জিনিশটা কী? (সাব্বির)

৩•
গতকাল দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। দুপুরবেলা তাড়াহুড়ো করে সময় দেখতে গিয়ে সামান্য ভুল করে ফেললাম। ঘন্টার কাঁটাটিকে মিনিটের কাঁটা এবং মিনিটের কাঁটাটিকে ঘন্টার কাঁটা হিসেব করায় ঘড়িতে সময় আসল সময়ের চেয়ে ৫৫ মিনিট কম দেখাল। তাহলে ঘড়িতে আসল সময় কত ছিল? (সাব্বির)

৪•
বন্ধু A, B, C এবং D কে একটা সেতু পার হতে হবে। সেতুটা এতোই সরু যে একসাথে দুজনের বেশি তাতে উঠতে পারবে না। রাত্রিটা এতোই অন্ধকার যে টর্চলাইট ছাড়া যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। অথচ এই চারজনের কাছে টর্চলাইট আছে মাত্র একটা। যদি পৃথকভাবে সেতু পার হওয়া যেত, তাহলে A এর সময় লাগত 1 মিনিট, B এর 2, C এর 5 এবং D এর 10 মিনিট। কিন্তু যদি দুইজন একসাথে যায় তাহলে সময় ধরতে হবে এই দুজনের মধ্যে যার বেশি সময় লাগে, তারটা। কারণ সহজ। অন্ধকার রাত্রিতে দ্রুতগতি সম্পন্ন বন্ধু নিশ্চয়ই ধীরগতি সম্পন্ন বন্ধুকে রেখে স্বার্থপরের তাড়াতাড়ি হেঁটে পার হয়ে যাবে না!
এখন এই চারজনের পক্ষে সর্বনিম্ন কত মিনিট সময়ে সেতু পার হয়ে অন্য পাড়ে যাওয়া সম্ভব? (সাব্বির)

৫•
চলতে গেলে আগে চলে
বলতে গেলে নাই
নাচতে গেলে মধ্যে থাকে
খাইতে গেলে নাই? (সাব্বির)

৬•
প্রত্যন্ত এক অঞ্চলে পত্নতত্তবিদরা অনেক খোড়া খুড়ি করে বেশ কিছু পুরোনো মুদ্রা পেলেন। এদের মধ্যে তিনটি মুদ্রায়, মুদ্রা ছাপা হওয়ার তারিখ লেখা ছিল।
১ম টিঃ 235 A.D.
২য় টিঃ 326 B.C.
৩য় টিঃ 445 A.D.
বলতে হবে আমার দেওয়া তথ্যে ভূল কোথায়?(প্রান্ত)

৭•
১। আলজেরিয়া / Algeria.
২। পানামা / Panama.
৩। বুরান্ডি / Burundi.
৪। নিউজিল্যান্ড / New Zealand.
৫। হন্ডুরাস / Honduras.
৬। আস্ট্রেলিয়া / Australia.
৭। গ্রেনাডা / Grenada.
৮। ভেনিজুয়েলা / Venezuela.
৯। টুভালু / Tuvalu.
উপরের দেশগুলো এভাবে সাজানোর পেছনে একটা কারণ আছে, কারণটা কী? (প্রান্ত)

উত্তর

১• সংখ্যাগুলো ডিকশনারি ওর্ডারে সাজানো আছে।

২• জিনিসটা হলো তার অর্থাৎ wire

৩• ২ টা ৫ মিনিট। কিন্তু উল্টো হিসেব করায় আমি দেখেছিলাম ১ টা ১০ মিনিট। তাহলে সময়ের পার্থক্য হল ৫৫ মিনিট।

৪• 17 মিনিট।
A + B যেতে = 2 মিঃ
A ফিরে আসতে = 1 মিঃ
C + D যেতে = 10 মিঃ
B ফিরে আসতে = 2 মিঃ
A + B যেতে = 2 মিঃ
মোট = 17 মিঃ

৫• "চ" অক্ষর

৬• 326 B.C. কারণ সাল গণনা শুরু হয় খ্রীস্টেের জন্মের পর। কাজেই 326 b.c এর মুদ্রায় 326 b.c লিখা থাকার কথা না।

৭• ক্রমান্বয়ে প্রত্যেক দেশের ফ্ল্যাগে একটি করে স্টার বেড়েছে।

গণিতের মজার ধাঁধা-১

গল্পে গল্পে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৪

মজার প্রশ্ন-৪

গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা

মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন

গণিতের মজার প্রশ্ন- ৪| উত্তরসহ ৭টি ভীষণ মজার গণিতধাঁধা



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম