মজার প্রশ্ন-৭|উত্তরসহ দশটি মজার প্রশ্ন-রচনা, সংগ্রহ ও সম্পাদনা মিনহাজুল বশির শোভন - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মজার প্রশ্ন-৭|উত্তরসহ দশটি মজার প্রশ্ন-রচনা, সংগ্রহ ও সম্পাদনা মিনহাজুল বশির শোভন

মজার প্রশ্ন-৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা

মজার প্রশ্ন-৭|উত্তরসহ দশটি মজার প্রশ্ন-রচনা, সংগ্রহ ও সম্পাদনা মিনহাজুল বশির শোভন|

গল্পে গল্পে ধাঁধা-৪

গল্প ধাঁধা-৫

১•
কোন কাজে ওভার কোয়ালিফায়েড লোক থাকলে কি হতে পারে তার একটা বড় উদাহরণ। বলা হয়েছে, যেকোন প্লে-গ্রুপ এর বাচ্চা এটা কিছুক্ষণের মধ্যে সলভ করতে পারবে। প্রোগ্রামার হলে অনেকক্ষণ লাগবে। যত বেশি উচ্চশিক্ষিত তত বেশি সময় লাগবে...

একটাই ক্লু... বাচ্চাদের মত চিন্তা করতে হবে
8809=6
7111=0
2172=0
6666=4
1111=0
3213=0
7662=2
9313=1
2222=0
3333=0
5555=0
8193=3
8096=5
7777=0
9999=4
7756=1
6855=3
9881=5
5531=0
2581=?

২•
রিতা আর মিতা কহিল, "আমরা একই পিতামাতার সন্তান, পালিতাও নই, এবং আমাদের জন্মও একই সালের একই তারিখে। কিন্তু আমরা twin নহি।"
কারণ কী?

৩•
মামুন ১ মিনিটে ১ পাক দৌড়াতে পারে।
বামুন ১ মিনিটে ৪ পাক দৌড়াতে পারে।
লামুন ১ মিনিটে ৩ পাক দৌড়াতে পারে।
তিনজন মিলে একই সময়ে দৌড়াতে শুরু করলে তিনজন একসাথে আবার starting line এ পৌঁছাতে কত সময় লাগবে?

৪•
অতিরিক্ত লেইম ধাঁধা: পা চাটে কে?

৫•
তিন অক্ষরে নাম তার সর্বলোকে খায়।
প্রথম অক্ষর বাদ দিলে সংখ্যা হয়ে যায়।


৬•
লেইম ধাঁধা: কোন গাড়িতে উঠলে আপনার পা ওজনশূন্য হয়ে যাবে???

৭•
এমন কোন সংবর্ধনা, যা গ্রহণের অনুষ্ঠান গ্রহীতা নিজেই আয়োজন করে থাকেন?


৮•
কলেজে উঠেই বনির প্রথম বন্ধুত্ব হল রনি আর টনির সাথে। ওরা এখন বনির জন্মদিন জানতে চায়, কিন্তু বনি সরাসরি না বলে একটু মজা করল দুইজনের সাথে। সে প্রথমে দশটি সম্ভাব্য তারিখ বলল:
১৫ মে, ১৬ মে, ১৯ মে
১৭ জুন, ১৮ জুন
১৪ জুলাই, ১৬ জুলাই
১৪ আগস্ট, ১৫ আগস্ট, ১৭ আগস্ট
তারপর সে রনির কানে কানে তার জন্মের মাস বলল, আর টনিকে বলল তার জন্মের তারিখ। এবার কথা বলার পালা রনি আর টনির।
রনি: বনির জন্মদিন কবে আমি জানি না, তবে টনিও জানে না এটা আমি নিশ্চিত।
টনি: প্রথমে আমিও বুঝতে পারি নি, তবে এখন আমি জানি বনির জন্মদিন কবে।
রনি: তাহলে এখন আমিও জানি।
প্রশ্ন: বনির জন্মদিন কবে?

৯•
আমাদের দেশের চিরায়ত বিরোধী দলের কাজ একটাই -- সর্বক্ষেত্রে সরকারি দলের বিরোধিতা করা। যেমন -- সরকার যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে সেটারও বিরোধিতা বিরোধী দল করবে।
আমার প্রশ্ন হচ্ছে -- ধ্রুব সত্যকে অস্বীকার না করেও বিরোধী দল সরকারের এই কথার বিরোধিতা কীভাবে করবে?

১০•
জনৈক ব্যক্তি একটি ফলের দোকানে গিয়ে বলল, "আমাকে এক কেজি আটা দিন।"
কীভাবে??



উত্তর

১• 2581 = 2
ব্যাখ্যা: সংখ্যাগুলোর স্থানীয় মান নয়, অঙ্কগুলোর যোগফল নয়, কোন ভাগশেষ নয় ---- ডানপাশের সংখ্যাটা বামপাশের সংখ্যাগুলোতে উপস্থিত গোল্লার সংখ্যা
0 = 6 = 9 = 1
8 = 2
বাকি সব = 0

২• তারা triplets. একই মায়ের ঔরসে একসাথে তিন সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে triplets বলে।

৩• এক মিনিট

৪• চল্লিশ (অর্থাৎ পাঁচ আটে চল্লিশ)

৫• আচার

৬• পা+zero=পাজেরো

৭• বিবাহোত্তর সংবর্ধনা

৮• রনি জানে বনির জন্মের মাস (অর্থাৎ মে/জুন/জুলাই/আগস্ট)
টনি জানে বনির জন্মের তারিখ (অর্থাৎ ১৪/১৫/১৬/১৭/১৮/১৯)
রনির প্রথম উক্তি: সে নিশ্চিত টনি জানে না।
তারিখগুলোর মধ্যে দুটো তারিখ ইউনিক -- ১৮ (১৮ জুন), আর ১৯ (১৯ মে)। যদি জন্ম মাস মে বা জুন হত, তাহলে টনি নিশ্চিতভাবে জানলেও জানতে পারত, কিন্তু যেহেতু সে জানে না, সুতরাং জন্ম মাস মে বা জুন হবার কোন সম্ভাবনা নেই।
এবার বাকি থাকে নিচের তারিখগুলো:
১৪ জুলাই, ১৬ জুলাই
১৪ আগস্ট, ১৫ আগস্ট, ১৭ আগস্ট
টনির উক্তি: সে এখন জানে জন্মদিন কবে।
জন্মের তারিখ ১৪ হলে নিশ্চিতভাবে জন্মদিনটা জানা সম্ভব নয় (কারণ দুটো তারিখ)। সুতরাং ১৪ জুলাই আর ১৪ আগস্ট বাদ।
রনির দ্বিতীয় উক্তি: সেও এখন জানে জন্মদিন কবে।
জন্মের মাস আগস্ট হলে নিশ্চিতভাবে জন্মদিনটা জানা সম্ভব নয় (কারণ দুটো তারিখ)।
সুতরাং জন্মদিন ১৬ জুলাই।

৯• সূর্য ওঠে না। পৃথিবী নিজ অক্ষে ঘুরে। তাই সূর্য উঠছে মনে হয়।

১০• লোকটা বিদেশী। আতাকে তাই আটা বলছে।

মজার প্রশ্ন-১৪| উত্তরসহ ১৫টি ভীষণ মজার প্রশ্ন


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম