গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা



গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৪


গল্প ধাঁধা-৫


১•
এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন?
২•
মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেমেয়েরা সফিককে খুব পছন্দ করলো। একদিন সন্ধ্যাবেলা ১০৮ নম্বর রুমে কেউ নক করলে চৌধুরী সাহেবের ছেলে দরজা খুলে দেখলো সফিক দাঁড়িয়ে। সফিক বলল, সে আসলে নিজের রুম ভেবে ভুল করে এই ঘরে চলে এসেছে। যেহেতু ইংরেজি আট ও বাংলা চার দেখতে একই রকম এবং সে একটু অন্যমনস্ক ছিল, তাই তার এই ভুল হয়েছে। এই কথা বলে সফিক সেখান থেকে চলে গেলো। ছেলেটি তার বাবা মাকে কথা গুলো বলল এবং এও বলল যে, সফিক আসলে মিথ্যে বলেছে। সে ভুল করে এই ঘরে আসেনি। ছেলেটি কীভাবে বুঝলো যে সফিক মিথ্যে বলেছে।

৩•
একটি অফিসে একজন সিরিয়াল কিলার একটার পর একটা খুন করে যাচ্ছে। প্রতি মাসে সে একটা করে খুন করে। গত মাসেও (ফেব্রুয়ারি) খুন হলো ফরহান নামের একজন কর্মী। এর আগেও ক্রমান্বয়ে খুন হয়েছে নজরুল, দুলাল ও জেরিন নামের কর্মীরা। এই অফিসে এখন যারা কর্মরত আছেন তাদের মধ্যে কয়েকজন হলো মিথিলা, রবিন আহমেদ, বুলবুল ও শিশির চৌধুরী। সিরিয়াল কিলারের পরবর্তী টার্গেট এদের মধ্যে কোনজন হতে পারে?
৪•
মাসুম সাহেব সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন। দেশের আত্মীয়স্বজন বন্ধুবান্ধব সবাইকে তিনি খুব মিস করেন। অতীতের স্মৃতিচারণ করে খুব দুঃখ করেন। ভাবেন, আগে কী সুন্দর দিন কাটাইতাম! ব্যাডমিন্টন মাসুম আহমেদের প্রিয় খেলাগুলোর একটি। তাই এবার ছেলেবেলার বন্ধুদের নিয়ে ব্যাডমিন্টন খেলার আয়োজন করলেন তিনি। যথারীতি সবাই সময়মত খেলায় এলো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, খেলা যখন শুরু হলো , মাসুম সাহেবকে দেখা গেলো বন্ধুদের সাথে না খেলে Racket হাতে নিয়ে একা একাই খেলছেন, কর্ক ছাড়াই খেলছেন। একবার বামে Racket চালাচ্ছেন তো একবার ডানে Racket চালাচ্ছেন, একবার উপরে তো একবার নিচে। আবার মাঝেমাঝে ডানে বামে Racket নিয়ে লাফ মারতেও দেখা যাচ্ছে। তিনি যে অনুশীলন করছেন তাও কিন্তু না। তাহলে ব্যাপারটা কি? তবে কি মাসুম আহমেদ ছেলেবেলার বন্ধুদের পেয়ে অতি আনন্দে পাগল হয়ে গেলেন?

৫•
এক লোককে এমন একটা ঘরে আটকে রাখা হলো যে ঘর থেকে বের হবার মাত্র তিনটি দরজা। প্রথম দরজার বাইরে একটা পুকুর। সেই পুকুরে শত শত ক্যান্সারের জীবাণু। দ্বিতীয় দরজার বাইরে একটা ভয়ঙ্কর সিংহ। দরজার বাইরে পা দেয়ার সাথে সাথে সে লোকটাকে কড়মড়িয়ে চিবিয়ে খাবে। তৃতীয় দরজার বাইরে শত শত কাচের টুকরো অনেক দূর পর্যন্ত ছড়ানো এবং মাটির সাথে শক্ত করে গাঁথা। সেগুলোর উপর পা দেয়ার সাথে সাথে ক্ষত বিক্ষত হবে লোকটার পা। উল্লেখ্য লোকটার পায়ে কোন জুতো নেই। লোকটার কাছে মাত্র দুই মিনিট আছে। এই সময়ের ভেতরে লোকটাকে যেকোন একটা দরজা বেছে নিতেই হবে। এখন লোকটা কোন দরজাটা বেছে নিবে?


উত্তর

১• রাজা সবাইকেই খারাপ বীজ দিয়েছিল, যা থেকে এত পরিপুষ্ট গাছ হওয়ার কথা না। তারমানে একমাত্র দ্বিতীয় ছেলেই সৎ থেকেছে, সে রাজার দেয়া বীজই রোপণ করেছে এবং সেই বীজ থেকে যে গাছ হয়েছে সেটাই নিয়ে এসেছে। বাকি সব ছেলে বীজ অথবা গাছ বদল করেছে। ।

২• যেহেতু লোকটি একা উঠেছে হোটেলে, তাই নিজের রুমে ঢুকতে তার নক করার কথা না। চাবি দিয়ে খুলে, তারপর ঢুকার কথা।

৩• কিলার প্রতি মাসের নামের প্রথম অক্ষরের সাথে মিল রেখে খুন করে। November- Nazrul, December- Dulal, January- Jerin আর গত মাস বলতে ফেব্রুয়ারি বোঝানো হয়েছে এবং সে ফেব্রুয়ারিতে মেরেছে ফরহানকে। এখন মার্চ মাস। অতএব সে এই মাসে মারবে ম দিয়ে শুরু নামের কাউকে। তাই কিলারের পরবর্তী টার্গেট মিথিলা হতে পারে।

৪• মাসুম সাহেব আসলে মশা মারার রেকেট দিয়ে মশা মারছিলেন।

৫• পুকুর। কারণ ক্যান্সারের জীবাণু ছোঁয়াচে না।

ছন্দে ছন্দে ধাঁধা-৪


মজার প্রশ্ন-৪



ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা


গল্পে গল্পে ধাঁধা-১২| উত্তরসহ ৫টি ভীষণ মজার গল্পের ধাঁধা



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর