গণিতের মজার প্রশ্ন-৩|উত্তরসহ গণিতের দশটি মজার ধাঁধা| মজার ধাঁধার আসর - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গণিতের মজার প্রশ্ন-৩|উত্তরসহ গণিতের দশটি মজার ধাঁধা| মজার ধাঁধার আসর

গণিতের মজার প্রশ্ন-৩|উত্তরসহ গণিতের দশটি মজার ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা

-গল্পে গল্পে ধাঁধা-৪

গল্প ধাঁধা-৫

১•
১=৪
২=১৬
৩=?
৪=২৫৬

২•
একটি দেয়ালের অর্ধেক তৈরি করতে লাগে ৫১৭টা ইট। দেয়ালটা সম্পুর্ণ করতে কতটা ইট প্রয়োজন হবে?

৩•
কোন সংখ্যা যুক্ত না করে ১ জন কে ১২ জন কীভাবে বানানো যায়?

৪•
আমার কাছে তিন ধরণের কয়েকটি বল এবং লাল নীল সবুজ এই তিন রঙের তিনটি ঝুড়ি আছে। বলগুলো লোহা, প্লাস্টিক ও কাচের। প্রথমবার আমি একটি লোহার বল লাল ঝুড়িতে ছুঁড়ে মারলাম। তারপর প্লাস্টিকের একটি বল নীল ঝুড়িতে এবং কাচের একটি বল সবুজ ঝুড়িতে ছুঁড়ে মারলাম। দ্বিতীয়বার দুইটি কাচের বল ছুঁড়লাম লাল ঝুড়িতে, দুইটি লোহার বল ছুঁড়লাম নীল ঝুড়িতে এবং দুইটি প্লাস্টিকের বল ছুঁড়লাম সবুজ ঝুড়িতে। তৃতীয়বার তিনটি প্লাস্টিকের বল সবুজ ঝুড়িতে, তিনটি কাচের বল লাল ঝুড়িতে এবং তিনটি লোহা বল নীল ঝুড়িতে ছুঁড়ে মারলাম। এখন বলতে হবে লাল ঝুড়িতে কোন ধরণের বল কয়টি আছে?

৫•
এক বাতাবিলেবু ব্যবসায়ী এক স্থান থেকে অন্য স্থানে তিন বস্তা বাতাবিলেবু নিয়ে যাচ্ছিল। প্রতিটি বস্তায় ৩০টি করে বাতাবিলেবু আছে। একেকটি বস্তায় ৩০টির বেশি বাতাবিলেবু রাখা যায় না। পথে সে পাবে ৩০টি চেক পোস্ট। প্রতিটি চেক পোস্টে প্রতিটি বস্তার জন্য তাকে একটি করে বাতাবিলেবু দিতে হবে। পথ শেষে সর্বোচ্চ কতটি বাতাবিলেবু সে বাঁচাতে পারবে?

৬•
১০০=৪
১০০০=৫
২,০০০০০=৪
২১০০০=৬
২০,০০০০০=৪
১২,০০০=?

৭•
কখন ১৯ থেকে ১ বিয়োগ করলে ২০ হয়?

৮•
06, 68, 88, ?, 98

৯•
৭ এবং ৮ এর মাঝখানে কী রাখলে ফলাফল ৭ এর চেয়ে বড় কিন্তু ৮ চেয়ে ছোট হবে?

১০•

রবিনের কয়েকটি কচ্ছপ আছে। কচ্ছপগুলোর আবার ঘরও আছে। রবিন যদি একটি করে কচ্ছপ ঘরগুলোতে রাখে তাহলে একটি কচ্ছপ বেশি থাকে। আর যদি দুইটি করে কচ্ছপ একটি করে ঘরে রাখে তাহলে একটি ঘর বেশি থাকে। রবিনে কয়টি কচ্ছপ ও কচ্ছপেের ঘর আছে?

উত্তর

১• ৬৪। বাম দিকের সংখ্যাগুলো চার এর সূচক।

২• যত ইটই লাগুক ততক্ষণ পর্যন্ত দেয়াল সম্পুর্ণ যতক্ষণ না শেষ ইটটা বসানো হবে। অর্থাৎ দেয়ালটা সম্পুর্ণ করতে মাত্র একটা ইট লাগবে।

৩• ১ ড+জন = ১২ । সংখ্যা যুক্ত হয়নি। অক্ষর যুক্ত হয়েছে।

৪• একটি লোহার বল। বাকি বলগুলো কাচের। তাই ভেঙে যাবে।

৫• ২৫টা। প্রথম দশটি চেক পোস্টে তার লাগবে ৩×১০=৩০টি। এই ত্রিশটি সে একই বস্তা থেকে দিবে। এখন তার কাছে দুই বস্তা বাতাবিলেবু থাকলো। এর পরের পনেরোটি পোস্ট তার লাগবে ১৫×২=৩০টি। এই ত্রিশটি সে একই বস্তা থেকে দিবে। আর রইলো একটি বস্তা অর্থাৎ ত্রিশটি বাতাবিলেবু আর পাঁচটি পোস্ট। পাঁচটি পোস্ট এ একটি বস্তার জন্য একটি করে পাঁচটি বাতাবিলেবু লাগবে। অতএব পথ শেষে তার রইলো ২৫টি বাতাবিলেবু।

৬• ৫। প্রতিটি সংখ্যা কথায় লিখলে যতটা অক্ষর হবে সেটাই।

৭• রোমান সংখ্যায় লিখা ১৯ (XIX )থেকে ১ (I) বিয়োগ করলে মানে সরিয়ে নিলে ২০ (XX) হয়।

৮• 87. উল্টো করে পড়লেই উত্তর পাওয়া যাবে।

৯• দশমিক। ফলাফল ৭.৮ হবে যা সাত এর চেয়ে বড় কিন্তু আট এর চেয়ে ছোট।।

১০• চারটি কচ্ছপ ও তিনটি ঘর।

গণিতের মজার ধাঁধা-১

গল্পে গল্পে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৪

মজার প্রশ্ন-৪

গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা

মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন

গল্পে গল্পে ধাঁধা-১২| উত্তরসহ ৫টি ভীষণ মজার গল্পের ধাঁধা






মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম