গণিতের মজার ধাঁধা-২|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০| - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

গণিতের মজার ধাঁধা-২|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০|

গণিতের মজার ধাঁধা-২:উত্তরসহ মজার গণিত ২০২০| Intersting and Tricky Bengali Riddles With Answers 2020

গল্পে গল্পে ধাঁধা-৪

গল্পে গল্পে ধাঁধা-৫

১• তোমার কাছে একুশটা জুসের বোতল আছে। বোতল গুলোর সাতটি পূর্ণ, সাতটি ঠিক ঠিক অর্ধেক পূর্ণ, আর সাতটি খালি। এখন এই একুশটি বোতল তিনটি বাচ্চার মধ্যে তুমি এমনভাবে ভাগ করে দিতে চাও যাতে প্রত্যেক বাচ্চা সমান জুস ও বোতল পায়। অর্থাৎ পূর্ণ, অর্ধেক পূর্ণ এবং খালি বোতলগুলো সমান ভাবে প্রত্যেকের ভাগে পড়তে হবে। তোমার কাছে কোন পরিমাপের সরঞ্জাম নাই। শুধুই বোতলগুলো আছে। এখন তুমি কীভাবে কাজটি সঠিকভাবে করবে? উত্তর ইনবক্সে। কমেন্টে হাজিরা।

২• ২২, ৪৪, ৪৬, ৯২, ৯৪, ১৮৮, ?

৩• ১০০০ বোতল জুসের একটিতে পুরোটাই বিষ। এই বিষ এক ফোঁটাও যদি অন্য জুসে পড়ে পুরো জুস বিষাক্ত এবং তেতো হয়ে যাবে। বিষ আর জুস দেখতে একই রকম। তাই দেখে আলাদা করার উপায় নেই। এক বিন্দু জুস জিহ্বায় লাগিয়ে স্বাদটা পরীক্ষা করা যাবে। সর্বনিম্ন কতবার এইরকম পরীক্ষা করে বিষাক্ত জুসটা নিশ্চিত ভাবে বের করা যাবে? উল্লেখ্য এখানে বিষক্ষয়কারী ঔষধ আছে। তাই দুর্ঘটনার কোন আশংকা নেই।



১• উত্তর-৪টি অর্ধপূর্ণ বোতলের দুইটির জুস বাকি দুটোতে ঢেলে ২টি পূর্ণ বোতল বানিয়ে নিতে হবে। তাহলে পূর্ণ হবে ৭+২=৯ টি, অর্ধপূর্ণ হবে ৭-৪=৩ টি, খালি হবে ৭+২=৯ টি। তাহলে প্রত্যেকে পাবে ৩টি করে পূর্ণ, ১টি করে অর্ধপূর্ণ ও ৩টি করে খালি বোতল।

২• ১৯০

৩• উত্তর - প্রথমে জুসের বোতলগুলো দুইভাগে বিভক্ত করতে হবে। প্রতি ভাগে ৫০০ বোতল থাকবে। এক ভাগের ৫০০ বোতল থেকে ৫০০ ফোঁটা জুস নিয়ে একটি পাত্রে মেশাতে হবে। তার থেকে এক ফোঁটা জুস নিয়ে জিহ্বায় লাগিয়ে স্বাদটা দেখতে হবে। যদি তেতো হয় তবে এই পাঁচশোতেই বিষ আছে। আর না হলে অপর পাঁচশততে। যে পাঁচশততে বিষ আছে মনে হবে সেই পাঁচশতকে আবার দুইভাগ করতে হবে আড়াইশত করে। এভাবে চলতে থাকবে। দশবারে অবশ্যই আসল বিষ বেরিয়ে আসবে।
৫০০ - একবার স্বাদ টেস্ট
২৫০- দুইবার
১২৫- তিনবার
৬৩- চারবার
৩২ - পাঁচবার
১৬ - ছয়বার
৮ - সাতবার
৪- আটবার
২ - নয়বার
মানে সর্বশেষে দুই ভাগে দুইটি করে থাকবে। একভাগের দুইটি টেস্ট করার সময় হবে নবম টেস্ট। এক ভাগের দুইটি তে না থাকলে অন্যভাগের দুইটির একটি অবশ্যই হবে। অন্যভাগের দুইটির একটি টেস্ট করার সময় হবে দশম এবং শেষ টেস্ট। এই টেস্টের মাধ্যমেই বিষাক্ত জুসটি শনাক্ত হয়ে যাবে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম