মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর

মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা



মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন|

গল্পে গল্পে ধাঁধা-৪


গল্প ধাঁধা-৫

১•
একটি দৌড় প্রতিযোগিতা শেষে কথোপকথন।
সুমি: আমি প্রথমও হইনি শেষও হইনি।
বীথি:আমি শেষ হইনি।
রীণা: আমি প্রথম হয়েছি।
লীজা: আমি সর্বশেষ স্থানে ছিলাম।
এদের মধ্যে একজন মিথ্যে বলছে। কে মিথ্যে বলছে আর কে প্রথম হয়েছে?

২•
"এঅকপ্রটিয়োঅজর্থণীয়ববহর্ণগুবালিক্য"
উপরের বর্ণগুলো থেকে অপ্রয়োজনীয় বর্ণগুলি সরিয়ে ফেললে একটি অর্থবহ বাক্য পাবে। বাক্যটি কী?

৩•
একটি বিড়াল পঁচিশ ফুট উঁচু থেকে লাফ দিতে পারে। কিন্তু সে দশ ফুট উঁচু একটি জানালা থেকে লাফ দিতে পারলো না। কেনো?


৪•
তিনটে ঘরে আগুন লেগেছে। একটি ঘরভর্তি টাকা। একটি ঘরে অনেক দামী ও বিরল চিত্রকর্ম। আর একটি ঘর জোড়ে হীরা চুনি পান্না। পুলিশ প্রথমে কোন ঘরের আগুন নেভাবে?

৫•
কোন দেশের কোন কিছুই দরকার নাই?


৬•
একটি পেনসিল মেঝেতে এমনভাবে রাখতে হবে যাতে কেউ সেটাকে ডিঙিয়ে যেতে না পারে। পেনসিলের আশেপাশে তেল বা কাঁটা জাতীয় কিছু দিয়ে বাধা সৃষ্টি করা যাবে না। এটা কিভাবে সম্ভব?

৭•
স, ম, ঘ, দ, স, ম, ?


৮•
একটি ফুলের নাম আর একটি ফলের নাম মিলে একটি বিশেষ কিছুর নাম হয়। নামটি দুই শব্দের। সেই বিশেষ নামটি কি?

৯•
বাবা, মা, এক ছেলে ও এক মেয়ে অন্ধকার রাতে একটি ঝুলন্ত সেতু পার হবে। বাবার এক মিনিট, মায়ের দুই মিনিট, ছেলের চার মিনিট আর মেয়ের পাঁচ মিনিট লাগে সেতুটি পার হতে। একসাথে দুজনের বেশি সেতুতে ওঠা সম্ভব না। তাদের হাতে একটি টর্চ যার আয়ু আর বারো মিনিট। টর্চ সাথে নিয়েই সেতু পার হতে হবে বারো মিনিটে। কিভাবে এটা সম্ভব হবে?

১০•
একটি কচ্ছপ নদীর দিকে যেতে যেতে চারটি খরগোশ পেলো। প্রতিটি খরগোশ দুইটি করে বানর কে নদীর দিকে যেতে দেখলো। প্রতিটি বানরের হাতে একটি করে তোতা পাখি ছিল। মোট কয়টি প্রাণী নদীর দিকে যাচ্ছিলো?



উত্তর

১• ধরি মিথ্যে বলছে সুমি। তার মানে সে প্রথম বা দ্বিতীয় হয়েছে। আবার রীণা বলছে সে প্রথম এবং লীজা বলছে সে শেষে ছিল। তার মানে রীণা বা লীজা দুজনের মধ্যে একজন মিথ্যে বলছে। অর্থাৎ দুজন মিথ্যে বলছে।
ধরি বীথি মিথ্যা বলছে। তার মানে সে শেষ স্থানে ছিল। অর্থাৎ লীজাও মিথ্যা বলছে।
ধরি লীজা মিথ্যা বলছে। তার মানে সে প্রথম দ্বিতীয় অথবা তৃতীয় হয়েছে। রীণার কথা সত্যি হয়ে থাকলে সে দ্বিতীয় বা তৃতীয় হয়েছে। বীথি বলেছে সে শেষে ছিল না। তাহলে শেষে কে ছিল? তার মানে সুমি রীণা বীথি তিনজনের মধ্যে একজন মিথ্যে বলছে।
ধরি রীণা মিথ্যে বলছে। তার মানে সে প্রথম হয়নি। সুমি দ্বিতীয় অথবা তৃতীয়। লীজা সবশেষে ছিল। বীথি প্রথম।
একমাত্র রীণা মিথ্যা বললেই আর কারো বক্তব্য মিথ্যা বলে প্রমানিত হয় না।

২• "একটি অর্থবহ বাক্য"।

৩• জানালা বন্ধ তাই।

৪• আগুন নেভানো পুলিশের কাজ না।

৫• চায়না

৬• পেনসিলটা দেয়াল ঘেঁষে রাখতে হবে।

৭• ব। সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর

৮• গোলাপ জাম।

৯• প্রথমে বাবা-মা ২মিনিট এ পার হবে। তারপর বাবা টর্চ নিয়ে ১মিনিটে ফিরে আসবে। তারপর ভাইবোন ৫মিনিটে পার হবে। ওপারে দাঁড়িয়ে থাকা মা ২মিনিটে ফিরে এসে ২মিনিটে বাবাকে নিয়ে আবার পার হয়ে যাবে। হয়ে গেলো ১২মিনিটে সব পারাপার।

১০• ৫টা। খরগোশগুলি নদীর দিকে যাচ্ছে না। যদি যেত তবে কচ্ছপেের সাথে তাদের দেখা হত না। প্রতিটি খরগোশ ২টি বানরকেই দেখছে। মানে বানর আসলে দুইটিই। ২টি বানর ২টি তোতা ১টি কচ্ছপ, মোট ৫টি প্রাণী নদীর দিকে যাচ্ছে।

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা


গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা



গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা


মজার প্রশ্ন-৫| উত্তরসহ ১৫টি ভীষণ মজার প্রশ্ন


ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা





গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম