মজার প্রশ্ন-৮|উত্তরসহ ভীষণ মজার দশটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-নাজমুল হাসান - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মজার প্রশ্ন-৮|উত্তরসহ ভীষণ মজার দশটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-নাজমুল হাসান

মজার প্রশ্ন-৮|উত্তরসহ ভীষণ মজার দশটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-নাজমুল হাসান| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা

১•
কোন এক পার্টিতে কতো গুলো লোক একত্রিত হল । ডিনার রুমে তারা পরস্পর কে করমর্দন করল। একজন বেয়ারা করমর্দনগুলি গুণে রাখল। সর্বমোট ৩৬ টি করর্মদন হলো। কতজন লোক ডিনার পার্টিতে উপস্থিত ছিলো?

২•
কোন সেনাদলে এক হাজারের বেশি সেনা আছে। তারা সমান ৫ ভাগে বিভক্ত হতে পারে এবং সমান ৭ ভাগেও বিভক্ত হতে পারে। ঐ সেনাদলে কমপক্ষে কত সেনা আছে?

৩•
এটি জীবিত নয়, তবে এটির বৃদ্ধি হয়।
এটির কলিজা বা ফুসফুস নেই, কিন্তু এটির বাতাস দরকার।
এটির কোন মুখ নেই। কিন্তু পানি এর ঘাতক।
কী এটি?

৪•
পিতা পুত্র প্রতিযোগিতায় নেমেছে। পিতা যখন ৬ কদম চলে , ছেলে তখন ৭ কদম যায়। পুত্র ৩০ কদম দিয়ে ফেলেছে এমন সময় পিতা চলা শুরু করলেন। পিতা ৩ কদমে পুত্রের ততদূরে যেতে ৫ কদম লাগে। কত কদম পরে পিতা পুত্রকে ধরতে পারবে?

৫•
তার মাংস নেই, পালক নেই, আঁশ নেই, হাড় নেই, কিন্তু আঙুল আছে। সে কে?


৬•
জন্মদাতা জন্ম দিল না, জন্ম
দিল পরে,
যখন তাহার জন্ম হল মা ছিল
না ঘরে??
এটা কি ???

৭•
এক রাজার ৩রানী। রাজায় একটা বোয়াল মাছ আনছে। ১রানীকে দিছে মাছ কাটতে। আরেক রানী কে দিছে মাছ ধুইতে। আরেক রানী কে দিছে পাকাইতে। রাজা খাইতে আসছে। মাছের আইশ পাওয়া গেছে। এখন রাজা কোন রানীকে ধরবে?


৮•
একটি মিটিং এ ৩ ভদ্রলোক: Mr. Yellow, Mr. Green and Mr. Brown. তারা হলুদ, সবুজ ও বাদামী রঙের টাই পড়ে আছেন। Mr. Yellow বললেন, " আপনারা কি খেয়াল করেছেন যে আমাদের টাইয়ের রঙ আমাদের নাম থেকে ভিন্ন? সবুজ টাই পড়া লোকটি উত্তর দিলেন, " হ্যা, আপনি ঠিকই বলেছেন!"
কে কোন রঙের টাই পড়েছিল?

৯•
এক লোক ব্যাগ নিয়া কই যেন যাইতেছে। সেইসময় তার লগে দুই জন লোকের দেখা হইল। তাদের একজন জিগাইলো, "ভাই আপনার ব্যাগে কি?"
আর অপর লোক তারে জিগাইলো, " ভাই আপনে কই যান?"
এক কথায় ক্যাম্নে উত্তর দিবো???

১০•
পাশাপাশি দুটি দোকান "ক" এবং "খ"। ক্রেতা নেই। দুজনই বসে আছে। একটু পর একজন ক্রেতা এল "ক" এর কাছে।
ক্রেতাঃ কলম আছে ভাই?
কঃ জী আছে।
ক্রেতাঃ দাম কত?
কঃ ৭ টাকা
ক্রেতাঃ ঠিক আছে, একটা দিন।
ক ক্রেতাকে একটি কলম দিল। ক্রেতা দশ টাকার নোট ক কে দিল কিন্তু ক এর কাছেভাংতি নেই বলে ৩ টাকা ফেরত দিতে পারছে না।
ক গেল খ এর কাছে এবং ভাংতি করে দশটি এক টাকার কয়েন নিয়ে আসল। ক্রেতাকে তিনটি এক টাকার কয়েন দিল এবং ক্রেতা চলে গেল।
একটু পর খ ডাক দিয়ে ক কে বলল, আপনি যে দশ টাকার নোট দিয়েছেন এটা জাল টাকা এবং কি কি কারনে জাল টাকা তা বুঝিয়ে দিল।
ক বুঝতে পারল আসলেই টাকা টা জাল। তখনক নিজের পকেট থেকে একটি দশ টাকার নোট খ কে দিল।
এখন প্রশ্নঃ ক এর কত টাকা লস হল?



উত্তর

১• নয়জন

২• ১০১৫ জন। ৫×২০৩=১০১৫ এবং ৭×১৪৫=১০১৫

৩• আগুন

৪• ধরে নিই পিতার ৩ কদম = পুত্রের ৫ কদম = ১ মিটার; এবং পিতার ৬ কদম যাবার সময় = পুত্রের ৭ কদম যাবার সময় = ১ মিনিট। তাহলে পিতার স্পিড ২ মিটার/মিনিট, পুত্রের স্পিড ৭/৫=১.৪ মিটার/মিনিট।
এখন পুত্রের ৩০ কদম + পুত্রের অতিক্রান্ত বাকি দূরত্ব = পিতার অতিক্রান্ত দূরত্ব
বা, ৬ মিটার + ১.৪*সময় = ২*সময়
বা, ০.৬*সময় = ৬ মিটার
বা, সময় = ১০ মিনিট।
১০ মিনিটে পিতা যায় ১০*৬ = ৬০ কদম।

৫• গ্লাভস বা দস্তানা

৬• কোকিল

৭• কোন রাণীকেই না। কারণ বোয়াল মাছের আইশ থাকে না।

৮•
মি: ইয়েলো বাদামী রঙের টাই পরেছে। মি: ইয়েলো বলেছে তারা তাদের নাম থেকে ভিন্ন রঙের টাই পরেছে। অর্থাাৎ সে হলুদ রঙের টাই পরেনি। সে যাকে কথাটা বলেছে সে সবুজ রঙের টাই পরে আছে। অর্থাৎ মি: ইয়েলো সবুজও পরেনি। তারমানে সে বাদামী পরেছে। আর সে যদি বাদামী পরে তাহলে মি: গ্রীন পরেছে হলুদ এবং মি: ব্রাউন পরেছে গ্রীন।


৯• বাজার

১০• প্রথমে কলম বাবদ সাত টাকা লস হলো। ক্রেতাকে যে তিন টাকা ফেরত দিলো সেটা খ এর টাকা থেকে। কাজেই এই তিন টাকা তার লস না। ক এর কাছে খ এর আরো সাত টাকা রয়ে গেলো। এখন খ আসলো টাকা নিতে। খ কে খ এর সাতটাকা এবং নিজের কাছ থেকে আরো তিন টাকা মিলিয়ে দশ টাকা ফেরত দিলো। এখানে ক এর লস হলো তিন টাকা। অর্থাাৎ কলম বাবদ ৭+ খ কে দেয়া ৩ = ১০ টাকা লস।

গল্পে গল্পে ধাঁধা-২


গল্পে গল্পে ধাঁধা-৫


ছন্দে ছন্দে ধাঁধা-৩



গণিতের মজার ধাঁধা-২


ছন্দে ছন্দে ধাঁধা-৪


মজার প্রশ্ন-৪



গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা


ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা


গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা



গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা


মজার প্রশ্ন-৫| উত্তরসহ ১৫টি ভীষণ মজার প্রশ্ন


ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা





গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা



মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন

মজার প্রশ্ন-১৪| উত্তরসহ ১৫টি ভীষণ মজার প্রশ্ন

ছন্দে ছন্দে ধাঁধা-৯| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দধাঁধা


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম