নভেম্বর 2019 - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

নভেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গল্পে গল্পে ধাঁধা-২| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-২| মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ও উত্তর, ২০২০|Interesting Bengali Riddles with Answers 2020 গল্পধাঁধা-৩: খুনি কে? রনি, শিপন, বাবলু, নিলয় আর আকাশ। এই পাঁচজনের মধ্যে একজন খুন হয়েছে আর একজন খুনি। শিপন গতকাল একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে। রনির খালাতো ভাই বাবলু। বাবলু আগামী সপ্তাহে নতুন চাকরিতে যোগ দিবে। দুই সপ্তাহ ধরে খুনির পা ভাঙা। নিলয় আর আকাশের পরিচয় ছয় মাস আগে। খুনের পর থেকে আকাশ একাকী জীবন যাপন করছে। শিপন খুব উগ্র জীবন যাপন করে। বাবলু আর নিলয় এক সাথে ব্যবসা করে। আকাশ আর খুনি দুই ভাই।তারা এক ই সাথে বড় হয়েছে। এখন বলতে হবে খুনি কে? শিপন দৌড়ে অংশ নিয়েছে তাই ও খুনি না। খুনি আকাশের ভাই তাই আকাশ খুনি না। নিলয় ও আকাশের পরিচয় ছয় মাস আগে তাই নিলয় খুনি না। কারন খুনি আকাশের ভাই। তাহলে খুনি রনি অথবা বাবলু।শিপন জীবিত। নিলয় জীবিত। আকাশ জীবিত। বাবলু জীবিত। কারন তারা কে কি করছে present tense এ বলা হয়েছে। অর্থাৎ রনি খুন হয়েছে। সুতরাং খুনি বাবলু। গল্পধাঁধা-৪ একটি দশ তলা বিল্ডিং  এ আগুন লেগেছে। সবাই আতংকিত। বিল্ডিং টির প্রবেশ দরজা একট

মজার কয়েকটি প্রশ্ন:১ - মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা

মজার প্রশ্ন-১|উত্তরসহ মজার কিছু প্রশ্ন|Intersting and Tricky Bengali Riddles With Answers ১• বলুন তো দেখি, কত সেকেন্ডে এক বছর? বারো সেকেন্ডে। 2nd January, 2nd February, 2nd March এভাবে। ২• কী আমাদের চোখের সামনে উঠা নামা করে কিন্তু তাকে আমরা দেখতে পাই না। উল্লেখ্য এটা কোন অদৃশ্য বস্তু নয়। চোখের পাতা ৩• এমন একটি ইংরেজি শব্দ আছে যার প্রথম দুই অক্ষর কোন একজন পুরুষকে নির্দেশ করে, প্রথম তিন অক্ষর কোন একজন মেয়েকে নির্দেশ করে, প্রথম চার অক্ষর একজন বিখ্যাত পুরুষকে নির্দেশ করে এবং পুরো শব্দটি একজন বিখ্যাত নারীকে নির্দেশ করে। শব্দটি কী? Heroine ৪• T O U K E E P C H লেটারগুলো কী বুঝাচ্ছে উত্তর -  KEEP IN TOUCH ৫• নাফিজ তার বিড়ালটিকে হাঁটানোর জন্য বাইরে নিয়ে গেল। বিড়ালটি তার সামনে হাঁটেনি বা পিছনে হাঁটেনি, উপরে হাঁটেনি বা নীচে হাঁটেনি, এক পাশে হাঁটেনি। এছাড়াও, সে সেটি বহন করছে না। কিন্তু, নাফিজ আধঘন্টা বিড়ালটি সাথে করে হেঁটে বাড়িতে ফিরল। তাহলে বিড়ালটি কোথায় হাঁটল?। উত্তর - অন্য পাশে হেঁটেছিল আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গণিতের মজার ধাঁধা-১ গল্পে গল্প

ছন্দে ছন্দে মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর

ছন্দে ছন্দে মজার ধাঁধা:১|উত্তরসহ মজার কিছু ছন্দ ধাঁধা| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• তিন অক্ষরে নাম তার গাছের আগায় বাস, এক পাশে ফল তার, এক পাশে লাশ। আমড়া ২• তিন অক্ষরে নাম, কৃষিকুলে বাস, লেজ যদি খাও, শক্তি পাবে ফাও, পেট খাইলে ভাই খারাপ হবে তাই, বুঝে শুনে বলো তবে নামটি তার কী হবে? বলদ ৩• জলে সাঁতার কাটে, আকাশেও সে ভাসে, খাইতে লাগে ভালো মুচমুচে করে ভেজে। স্কুল ব্যাগেও থাকে, পিকনিক করতে লাগে। বলো দেখি, সে কে? চাঁদা/চাঁদকে চাঁদা ডাকা হয়। জলে চাঁদা মাছ সাঁতার কাটে। স্কুল ব্যাগেও জ্যামিতি বক্সে চাঁদা থাকে। পিকনিক করতে চাঁদা লাগে। ৪• চার অক্ষরে নাম গাছের ডালে বাস। আগ পিছ ছেঁটে দিলে হবে প্রাণ নাশ।" উত্তর - কামরাঙা আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পে গল্পে ধাঁধা-২| ভীষণ মজার কয়েকটি গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ মজার প্রশ্ন-৪ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর