জানুয়ারী 2020 - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

জানুয়ারী, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

গল্পে গল্পে ধাঁধা-৩| মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

গল্পে গল্পে ধাঁধা - ৩: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০|Interesting and Tricky Bengali Riddles With Answers 2020 ১• রনি আর জনি দুই ভাই। ভাই হলে কি হবে দুই ভাই এ সম্পর্ক সাপে নেউলে। রনি হলো মাথা গরম মানুষ। সবার সাথেই তার ঝগড়া হয়। একদিন রাগে সে এক লোককে মেরেই ফেলল। জনি সেটা দেখে ফেলল।মামলা হল। জনি রনির বিরুদ্ধে সাক্ষ দিল।অপরাধ প্রমানিত হল। কিন্তু জীবনে প্রথম বার বিচারক খুনীকে ফাঁসি অথবা যাবজ্জীবন কোন শাস্তিই দিতে পারছেন না।বিচারক মহা চিন্তায় আছেন। কারণটা কী? উত্তর -  রনি আর জনি দুজন ই জমজ এবং জোড়া লাগানো।তাদেরকে অপারেশন করেও আলাদা করা অসম্ভব।রনি কে শাস্তি দিলে সেই শাস্তি জনিকেও ভোগ করতে হবে। কিন্তু জনি নির্দোষ। ২• বশির এর গ্রামের নাম নীলগঞ্জ। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে পরাগ নদী। নদীর উপর একটি অনেক লম্বা বাঁশের সাঁকো। সাঁকোর ওপারে আরেকটি গ্রাম। নাম তার কুসুমপুর। দুটি গ্রামের মধ্যে ভীষণ শত্রুতা। এক গ্রামের মানুষ অন্য গ্রামে যাওয়া নিষিদ্ধ। সাঁকোটি পার হতে সময় লাগে ২০ মিনিট। দৌড়ে পার হওয়া যায় না। হেঁটেই পার হতে হয়। সাঁকোটি পাহারা দেয় দুইজন চৌকিদা

কয়েকটি মজার প্রশ্ন-২| উত্তরসহ| মজার ধাঁধার আসর

কয়েকটি মজার প্রশ্ন-২| উত্তরসহ| Intersting and Tricky Bengali Riddles With Answers মজার কয়েকটি প্রশ্ন-২|উত্তরসহ|মজার ধাঁধার আসর|মজার মজার সব ধাঁধা ১• কী আমাদের চোখের সামনে উঠা নামা করে কিন্তু তাকে আমরা দেখতে পাই না। উল্লেখ্য এটা কোন অদৃশ্য বস্তু নয়। ২• বাংলাদেশের কোন জীবিত পাখি উড়তে পারে না? (পাখি মানে পাখি। কোন মানুষের কথা এখানে বলা হয়নি) ৩• "নারী পরে শাড়ি, নর পরে কী?" ৪• একটা পুকুরের ঠিক মাঝখানে একটা পদ্মফুল ফুটেছে। এখন তুমি পানিতে না নেমে বা পানি স্পর্শ না করে কী করে ফুলটাকে তুলে আনবে? ৫• রনির জন্ম ১৯৭৬ এ। আজ তার ১৮তম জন্মদিন। কিভাবে সম্ভব? ৬• নীরবকে শ্রবণ(শোনা) করা যায় কীভাবে? ৭• ১ এর সাথে কোন কিছু যোগ করে ঐ ১ কে নাই করা যায় কীভাবে? ৮• একটি অতিব সহজ ধাধা। এরপর কি বসবে, কেন বসবে??O, A, B, ?? ১০• এইটা কেমনে হয়? ১০ এর সঙ্গে ১০ যোগ করলেও হাতে ১০ রয়?? উত্তর - ১• চোখের পাতা ২• বাংলাদেশের সব বাচ্চা পাখি ৩• ন'র পরে "প" ৪• ক্যামেরা দিয়ে ছবি তুলে ৫• রনির জন্ম হাসপাতালের ১৯৭৬ নম্বর রুমে ৬• নীরব ইংরেজি SILENT. লেটারগুলোকে উলটপালট করে LISTEN করা যায়, যার অর্