এপ্রিল 2020 - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

এপ্রিল, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ|

মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ| মজার মজার সব প্রশ্ন ২০২০| Interesting and Tricky Bengali Riddles With Answers ১• যখন তুমি জানো না আমি কি তখন তোমার কাছে আমি কিছু একটা। কিন্তু যখন তুমি আমাকে জেনে যাও তখন তোমার কাছে আমি কিছুই না। এই আমিটা কে? ২• আপনার কাছে আছে ৬ টা শিকলের অংশ। এর মধ্য ২ টা অংশে আছে মাত্র তিনটা লিঙ্ক। আর বাকি ৪ টা অংশে চারটা লিঙ্ক। একটা লিঙ্ক কাটতে লাগে ৫ টাকা আর জোড়া দিতে ৩ টাকা। আপনাকে আমি ৫ টা ১০ টাকার নোট দিলাম। সবটুকরা জোড়া লাগিয়ে ২২ লিঙ্কের একটা শিকল তৈরী করে আপনি সর্বোচ্চ কত টাকা বাঁচাতে পারবেন? ৩• তিনটা বাক্স। একটার গায়ে লেখাঃ কমলা। একটার গায়ে মাল্টা আরেকটার গায়ে মাল্টা ও কমলা। কিন্তু তিনটার লেখাই ভুল। এটা আপনি জানেন। মানে যেটায় কমলা লেখা ঐটায় হয়ত কমলা মাল্টা দুইটাই আছে বা শুধু মাল্টা আছে। এরকম। আপনি একবার একটা বাক্স থেকে একটা মাত্র ফল তুলেই কিভাবে বুঝবেন যে কোনটায় আসলে exactly কী আছে? ৪• ১৫০ জনের একটা পার্টিতে গেম শো আয়োজন করা হল। চারটা বাক্সে চার রঙের বল ঢুকানো আছে। লাল, সাদা, নীল, সবুজ। স

মজার প্রশ্ন-১০|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মো: সারোয়ার জাহান

মজার প্রশ্ন-১০|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মো: সারোয়ার জাহান| মজার ধাঁধার আসর| Interesting and Tricky Bengali Riddles with Answers ১• একটি লোক আপনাকে চর দিলো। কিন্তু তাতে আপনি খুশি হলেন। কেন? ২• একটি নৌকাতে চারজন লোক আছে। একজন মাঝি, ডাক্তার, উকিল ও এম পি। এদের মধ্যে মাঝি ছাড়া কেউ সাঁতার কাটতে জানেনা। এক সময় অনেক ঝড় উঠলো, নদীর ঢেউয়ের ধাক্কায় নৌকা উল্টে চারজন পানিতে পড়ে গেল। কিন্তু অবাক করা বিষয় হল, তারা চারজনই অক্ষত অবস্থায় তীরে উঠে এলো।

গণিতের মজার ধাঁধা-৫| উত্তরসহ মজার গণিত|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাহমুদুল হাসান হীরা

মজার গণিত-৫|উত্তরসহ গণিতের আটটি মজার প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাহমুদুল হাসান হীরা| মজার ধাঁধার আসর| Interesting and Tricky Riddles With Answers ১• 1, 2, 3,.........,(n-1), n, (n+1),....... k একটি সমান্তর ধারা। n ও k এর মান নির্ণয় করুন যেন, (1+2+3+.....+n-1)=(n+1+.......+k) হয়। ২• আপনি একজন কলা ব্যবসায়ী। আপনার কাছে ৩০০০টি কলা ও ১টি উট আছে। আপনার বাড়ি থেকে বাজারের দুরত্ব ১০০০ কিমি। উটটি সর্বোচ্চ ১০০০টি কলা বহন করতে পারে। প্রতি কিমি পথ পাড়ি দিতে উটটির ১টি করে কলা খেতে হয়। বাড়ি থেকে বাজার পর্যন্ত আর কোন জনমানব, ঘরবাড়ি নেই। আপনি কিভাবে অন্তত ৫০০টি কলা বাজারে পৌছাতে পারবেন? ৩• মফিজের বয়স যখন জব্বারের বর্তমান বয়সের অর্ধেক ছিল, তখন জব্বারের যে বয়স ছিল, তার দ্বিগুণ বয়সে মফিজ যখন পৌঁছাবে, তখন জব্বারের যে বয়স হবে, মফিজের বর্তমান বয়স তার অর্ধেক। . 5 বছর পরে তাদের মোট বয়স হবে 100 বছর। . বর্তমানে কার বয়স কত? ৪• আপনার কাছে ১০০ কেজি আলু আছে, ভর হিসেবে যার ৯৯%ই পানি। আলুগুলো রোদে শুকানোর পর পানির পরিমান ৯৮% হলো। এখন আলুর(পানিসহ) ভর কত কেজি? ৫• একজন পর্যটক প্রতিদিন ত

গণিতের মজার প্রশ্ন-৪|উত্তরসহ গণিতের দারুণ মজার সাতটি প্রশ্ন| সংগ্রহ ও সম্পাদনা-আব্দুল্লাহিল কাফি

গণিতের মজার প্রশ্ন-৪|উত্তরসহ গণিতের দারুণ মজার সাতটি প্রশ্ন| সংগ্রহ ও সম্পাদনা-আব্দুল্লাহিল কাফি| মজার ধাঁধার আসর| মজার মজার গণিত ১• একজন কৃষকের ৪৯টা গরু আছে । তার গরুগুলো যথাক্রমে ১ম গরু ১ কেজি দুধ দেয় , ২য় গরু ২ কেজি দুধ দেয় , ৩য় গরু ৩ কেজি ............ এমনি ভাবে ৪৮ তম গরু ৪৮ কেজি দুধ দেয় এবং ৪৯ তম গরু ৪৯ কেজি দুধ দেয় । কৃষকের ৭ জন ছেলে ছিল । কৃষক অসুস্থ হয়ে পরায় গরুগুলোকে ৭ জন ছেলের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে চাইলেন । প্রত্যেককে ৭ টি করে গরু দেয়া হবে । কোন ছেলেকে কত ও কত নং গরু দিলে প্রত্যেকে সমান পরিমাণ দুধ পাবে ? ২• একটা স্কুলে ১০০ জন ছাত্র। একদিন পাগলাটে হেডমাস্টার ১০০টি দরজাবন্ধ সিন্দুক স্কুলের মাঠে জড়ো করলেন। উপস্থিত ১০০ ছাত্রকেই মাঠে ডাকলেন। যার রোল ১ তাকে সবগুলো সিন্দুকের দরজা খুলতে বললেন। এরপর যার রোল দুই তাকে ২য়, ৪র্থ,৬ষ্ট,৮ম...এই সিন্দুক গুলোকে বন্ধ করতে বললেন। এরপর রোল তিনকে বললেন ৩,৬,৯,১২... এই ধারায় যতগুলো সিন্দুক আছে সেগুলো বন্ধ থাকলে খুলতে, খোলা থাকলে বন্ধ করতে। এর পরে একই ভাবে সব ছাত্রকেই পর্যায়ক্রমে একই কাজ করতে হল-- তার রোলের অন্তর অন্তর সিন্দুকগুলো খো

বিবিধ ধাঁধা-২| মজার কিছু ধাঁধা - রচনা, সংগ্রহ ও সম্পাদনা সাব্বির এ চৌধুরী এবং রাইয়ানুল কবির প্রান্ত

মজার প্রশ্ন-৯|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মনোয়ার হোসেন মিলন| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• নিচের সিকুয়েন্সটিকে ঘিরে একটি স্পেশালিটি লুকিয়ে আছে, পারবেন বের করতে? 8, 5, 4, 9, 1, 7, 6, 10, 3, 2, 0 (প্রান্ত) ২• বাজার থেকে একটা জিনিস কিনে আনলাম। যে দেখে জিনিসটাকে, সেই ওটা তার বলে দাবি করে। বলতে হবে জিনিশটা কী? (সাব্বির) ৩• গতকাল দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল। দুপুরবেলা তাড়াহুড়ো করে সময় দেখতে গিয়ে সামান্য ভুল করে ফেললাম। ঘন্টার কাঁটাটিকে মিনিটের কাঁটা এবং মিনিটের কাঁটাটিকে ঘন্টার কাঁটা হিসেব করায় ঘড়িতে সময় আসল সময়ের চেয়ে ৫৫ মিনিট কম দেখাল। তাহলে ঘড়িতে আসল সময় কত ছিল? (সাব্বির) ৪• বন্ধু A, B, C এবং D কে একটা সেতু পার হতে হবে। সেতুটা এতোই সরু যে একসাথে দুজনের বেশি তাতে উঠতে পারবে না। রাত্রিটা এতোই অন্ধকার যে টর্চলাইট ছাড়া যাওয়ার কথা চিন্তাও করা যাবে না। অথচ এই চারজনের কাছে টর্চলাইট আছে মাত্র একটা। যদি পৃথকভাবে সেতু পার হওয়া যেত, তাহলে A এর সময় লাগত 1 মিনিট, B এর 2, C এর 5 এবং D এর 10 মিনিট। কিন্তু য

বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি

বিবিধ ধাঁধা-১|উত্তরসহ ভীষণ মজার ১৫টি ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-জামিল আহমেদ জামি| Intersting and Tricky Bengali Riddles With Answers ১• গভীর রাতে কেন জানি আমার ঘুমটা ভেঙে গেল। চারিদিকে সুনসান নীরবতা। শুধু দেয়ালের বিশাল একটা ঘড়িতে সেকেন্ডের কাঁটা টিকটিক শব্দে এই গাঢ় অন্ধকারের ভৌতিক ছায়াটাকে আরো ভয়াল করে তুলেছে। হঠাৎ মনে পড়ল, ঘড়ির সময় তো ভুল! ঘুমানোর আগে সময় ঠিক করে নেওয়ার কথা ছিল, ভুলে গিয়েছিলাম। বাসায় আর কোন ঘড়ি নাই আর এত রাতে পাশের ফ্ল্যাটের সুন্দরী ভাবীকে ডেকে সময় জিজ্ঞেস করা সমীচীন মনে হল না! খেয়াল হল, গত মাসে চৌরাস্তার মোড়ে মেয়র সাহেব একটা অত্যাধুনিক ঘড়ি স্থাপন করে দিয়েছেন। ভালই হল, এই সুযোগে একটা সিগারেট খেয়ে আসাও হবে আর মজার ধাঁধাঁ'র জন্য একটা ধাঁধাঁও বানানো যাবে। দেরি না করে উঠে পড়লাম। লাইটার আর সিগারেটের প্যাকেট হাতে নিয়ে হাঁটতে হাঁটতে মোড়ে গিয়ে আয়েশ করে একটা সিগারেট ধরালাম। মেঘহীন তারা ভরা খোলা আকাশের নীচে দাঁড়িয়ে ধোঁয়া ফুঁকতে বেশ লাগছিল। কিছুক্ষণ মিষ্টি বাতাসে প্রাণভরে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করে বাসায় ফিরে এসে ঘড়ির সময়টা ঠিক করে দিলাম।... ...বলেন দেখি কিভাবে সঠি

মজার প্রশ্ন-৯|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মনোয়ার হোসেন মিলন

মজার প্রশ্ন-৯|উত্তরসহ ভীষণ মজার এগারোটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মনোয়ার হোসেন মিলন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ১• কটা লোক ঝুড়িতে ডিম নিয়ে রাস্তা ধরে হাঁটছিল। চলতে চলতে একজন লোকের সঙ্গে দেখা হলো। ঝুড়ির অর্ধেক ডিম এবং একটি ডিমের অর্ধেক কিনে নিল লোকটা। একটু পর আরেকজন তার থেকে ঝুড়িতে এখন যা ডিম আছে তার অর্ধেক এবং একটি ডিমের অর্ধেক কিনে নিল। আরো কিছুদূর এগোনোর পর অন্য একজন তার থেকে ঝুড়ির ডিমের অর্ধেক এবং একটি ডিমের অর্ধেক কিনে নিল। এবার দেখা গেল তার সব ডিমই বিক্রি হয়ে গেছে। এখন লোকটাকে যদি একটি ডিমও ভাঙতে না হয়, তবে শুরুতে তার কাছে কতটি ডিম ছিল? ২• একটা সবুজ বাড়ি, তার ভিতরে সাদা বাড়ি, তার ভিতরে আবার লাল বাড়ি, তার ভিতরে আবার অনেক অনেক বাচ্চা........... জ়িনিস্টা কি?? ৩• সারিতে কোন অংকগুলো বসবে??? 1 11 21 1211 111221 312211 13112221 .............??? ৪• আপনার এক হাতে যদি তিনটি আপেল ও চারটি কমলা থাকে, আর আরেকটি হাতে থাকে চারটি আপেল ও তিনটি কমলা; তাহলে কী পেলেন আপনি? ৫• বলেন তো পৃথিবীতে গরুর চামড়া সবচেয়ে বেশি কার কাজে লাগে??? ৬• যদি me + you = 38, he

মজার প্রশ্ন-৮|উত্তরসহ ভীষণ মজার দশটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-নাজমুল হাসান

মজার প্রশ্ন-৮|উত্তরসহ ভীষণ মজার দশটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-নাজমুল হাসান| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা ১• কোন এক পার্টিতে কতো গুলো লোক একত্রিত হল । ডিনার রুমে তারা পরস্পর কে করমর্দন করল। একজন বেয়ারা করমর্দনগুলি গুণে রাখল। সর্বমোট ৩৬ টি করর্মদন হলো। কতজন লোক ডিনার পার্টিতে উপস্থিত ছিলো? ২• কোন সেনাদলে এক হাজারের বেশি সেনা আছে। তারা সমান ৫ ভাগে বিভক্ত হতে পারে এবং সমান ৭ ভাগেও বিভক্ত হতে পারে। ঐ সেনাদলে কমপক্ষে কত সেনা আছে? ৩• এটি জীবিত নয়, তবে এটির বৃদ্ধি হয়। এটির কলিজা বা ফুসফুস নেই, কিন্তু এটির বাতাস দরকার। এটির কোন মুখ নেই। কিন্তু পানি এর ঘাতক। কী এটি? ৪• পিতা পুত্র প্রতিযোগিতায় নেমেছে। পিতা যখন ৬ কদম চলে , ছেলে তখন ৭ কদম যায়। পুত্র ৩০ কদম দিয়ে ফেলেছে এমন সময় পিতা চলা শুরু করলেন। পিতা ৩ কদমে পুত্রের ততদূরে যেতে ৫ কদম লাগে। কত কদম পরে পিতা পুত্রকে ধরতে পারবে? ৫• তার মাংস নেই, পালক নেই, আঁশ নেই, হাড় নেই, কিন্তু আঙুল আছে। সে কে? ৬• জন্মদাতা জন্ম দিল না, জন্ম দিল পরে, যখন তাহার জন্ম হল মা ছিল না ঘরে?? এটা কি ??? ৭• এক রাজার ৩রানী। রাজায় একটা ব

মজার প্রশ্ন-৭|উত্তরসহ দশটি মজার প্রশ্ন-রচনা, সংগ্রহ ও সম্পাদনা মিনহাজুল বশির শোভন

মজার প্রশ্ন-৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা মজার প্রশ্ন-৭|উত্তরসহ দশটি মজার প্রশ্ন-রচনা, সংগ্রহ ও সম্পাদনা মিনহাজুল বশির শোভন| গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• কোন কাজে ওভার কোয়ালিফায়েড লোক থাকলে কি হতে পারে তার একটা বড় উদাহরণ। বলা হয়েছে, যেকোন প্লে-গ্রুপ এর বাচ্চা এটা কিছুক্ষণের মধ্যে সলভ করতে পারবে। প্রোগ্রামার হলে অনেকক্ষণ লাগবে। যত বেশি উচ্চশিক্ষিত তত বেশি সময় লাগবে... একটাই ক্লু... বাচ্চাদের মত চিন্তা করতে হবে 8809=6 7111=0 2172=0 6666=4 1111=0 3213=0 7662=2 9313=1 2222=0 3333=0 5555=0 8193=3 8096=5 7777=0 9999=4 7756=1 6855=3 9881=5 5531=0 2581=? ২• রিতা আর মিতা কহিল, "আমরা একই পিতামাতার সন্তান, পালিতাও নই, এবং আমাদের জন্মও একই সালের একই তারিখে। কিন্তু আমরা twin নহি।" কারণ কী? ৩• মামুন ১ মিনিটে ১ পাক দৌড়াতে পারে। বামুন ১ মিনিটে ৪ পাক দৌড়াতে পারে। লামুন ১ মিনিটে ৩ পাক দৌড়াতে পারে। তিনজন মিলে একই সময়ে দৌড়াতে শুরু করলে তিনজন একসাথে আবার starting line এ পৌঁছাতে কত সময় লাগবে? ৪• অতিরিক্ত

গল্পে গল্পে ধাঁধা-১১|উত্তরসহ দারুণ মজার তিনটি গল্প ধাঁধা| সংগ্রহ ও সম্পাদনা- কামরুল হাসান রিয়াদ

গল্পে গল্পে ধাঁধা-১১|উত্তরসহ দারুণ মজার তিনটি গল্প ধাঁধা| সংগ্রহ ও সম্পাদনা- কামরুল হাসান রিয়াদ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-১১|উত্তরসহ দারুণ মজার তিনটি গল্প ধাঁধা| সংগ্রহ ও সম্পাদনা- কামরুল হাসান রিয়াদ গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• রকিব সাহেব একজন ডাক্তার। তিনি নিয়ম করে প্রতিদিন সকালে তার পোষা কুকুর ছানাগুলো নিয়ে হাঁটতে বের হন। এমনি একদিন সকালে তার বন্ধু জামাল সাহেবের সাথে দেখা। জামাল সাহেব কুকুর ছানাগুলো দেখে জিজ্ঞেস করলেন, তোমার এখানে কয়টা কুকুর ছানা? জামাল সাহেব একজন রহস্যমানব। তার পেশা ও কর্মকাণ্ড সম্পর্কে রকিব সাহেব কিছুই জানেননা। তাই রকিব সাহেবও রহস্য করে বললেন, আমার ডানে দুইটা, বামে দুইটা, সামনে দুইটা এবং পেছনে দুইটা কুকুর ছানা আছে। এখন তুমি হিসেব করে বলতো কয়টা হল? জামাল সাহেব উত্তর দিলেন এবং সেটা এক সেকেন্ড এর মধ্যে। এখন আপনাদের বলতে হবে, সেখানে কয়টা কুকুর ছানা ছিল? আর জামাল সাহেব এত দ্রুত কিভাবে উত্তর দিলেন? ২• সৌরভ এক বছর হলো গ্রিন মাউন্টেন ব্যাংকে জয়েন করে। এই কয় দিনেই ব্যাংকের কর্তাদের বেশ নজরে পড়ে যায়। ও কাজকর্মে বেশ গোছালো কি না

গল্পে গল্পে ধাঁধা-১০|উত্তরসহ ভীষণ মজার তিনটি গল্পধাঁধা|সংগ্রহ ও সম্পাদনা -গিয়াস উদ্দিন

গল্পে গল্পে ধাঁধা-১০|উত্তরসহ ভীষণ মজার তিনটি গল্পধাঁধা|সংগ্রহ ও সম্পাদনা -গিয়াস উদ্দিন| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-১০|উত্তরসহ ভীষণ মজার তিনটি গল্পধাঁধা|সংগ্রহ ও সম্পাদনা -গিয়াস উদ্দিন গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• ধূধূ মরুভূমি প্রচন্ড গরম এর মধ্য দিয়ে দূরপথ পাড়ি দিচ্ছে তিন দুর্ধর্ষ ডাকাত— সল্টু, বল্টু আর কুম্ভ। তিনজনের কাছেই ব্যাগভর্তি ডাকাতির মালামাল, তিনদিন আগে এক অভিযাত্রীদলের সব টাকা-পয়সা লুটে নিয়েছে তারা। শেষ মুহূর্তে একটু ঝামেলায় পড়ে গোলাগুলিও হয়েছে। তাতে আহত না হলেও সল্টু আর বল্টুর পানির বোতল ফেটে গেছে। এখন পানিভরা বোতল আছে শুধু কুম্ভের কাছে। . কুম্ভের ওপর সল্টুর প্রচণ্ড রাগ। ঘৃণা করে সে কুম্ভকে। কুম্ভ প্রচণ্ড শক্তিশালী, আর সামনে কোনো পানির সন্ধান পাওয়ার আগে সে নিজের পানির বোতল থেকে এক ফোঁটা পানিও দেবে না কাউকে। ধূর্ত সল্টু এ জন্য পরিকল্পনা আঁটল, খুন করবে সে কুম্ভকে।কিন্তু কীভাবে? . সল্টুর কাছে আছে ভয়ংকর বিষ। যে খাবে সে কয়েক মিনিটের মধ্যেই প্রাণ হারাবে। দক্ষ চোর সল্টু, কুম্ভুর চোখ ফাঁকি দিয়ে ঠিকই বিষ মিশিয়ে দিল পানির বোতলে। এখন শুধু

মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর

মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা মজার প্রশ্ন-৬|উত্তরসহ ভীষণ মজার দশটি মজার প্রশ্ন| গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• একটি দৌড় প্রতিযোগিতা শেষে কথোপকথন। সুমি: আমি প্রথমও হইনি শেষও হইনি। বীথি:আমি শেষ হইনি। রীণা: আমি প্রথম হয়েছি। লীজা: আমি সর্বশেষ স্থানে ছিলাম। এদের মধ্যে একজন মিথ্যে বলছে। কে মিথ্যে বলছে আর কে প্রথম হয়েছে? ২• "এঅকপ্রটিয়োঅজর্থণীয়ববহর্ণগুবালিক্য" উপরের বর্ণগুলো থেকে অপ্রয়োজনীয় বর্ণগুলি সরিয়ে ফেললে একটি অর্থবহ বাক্য পাবে। বাক্যটি কী? ৩• একটি বিড়াল পঁচিশ ফুট উঁচু থেকে লাফ দিতে পারে। কিন্তু সে দশ ফুট উঁচু একটি জানালা থেকে লাফ দিতে পারলো না। কেনো? ৪• তিনটে ঘরে আগুন লেগেছে। একটি ঘরভর্তি টাকা। একটি ঘরে অনেক দামী ও বিরল চিত্রকর্ম। আর একটি ঘর জোড়ে হীরা চুনি পান্না। পুলিশ প্রথমে কোন ঘরের আগুন নেভাবে? ৫• কোন দেশের কোন কিছুই দরকার নাই? ৬• একটি পেনসিল মেঝেতে এমনভাবে রাখতে হবে যাতে কেউ সেটাকে ডিঙিয়ে যেতে না পারে। পেনসিলের আশেপাশে তেল বা কাঁটা জাতীয় কিছু দিয়ে বাধা সৃষ্টি করা যাবে না। এটা ক

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ভীষণ মজার পাঁচটি গল্প ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯|উত্তরসহ ভীষণ মজার পাঁচটি গল্প ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৯|উত্তরসহ ভীষণ মজার পাঁচটি গল্প ধাঁধা| গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক রাতে দুই বন্ধু বসে আছে একসাথে। এক বন্ধু বই পড়ছে আরেক বন্ধু টিভি দেখছে। হঠাৎ লাইট চলে গেলো, সব একেবারে ঘুটঘুটে অন্ধকার হয়ে গেলো। যে বন্ধুটি টিভি দেখছিল সে উঠে গিয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু যে বই পড়ছিলো সে তখনো বইই পড়ে যাচ্ছিলো। সে কোন ধরণের আলো জ্বালায়নি। বন্ধুটিও কোন আলো জ্বালায়নি। ঘর ঘুটঘুটে অন্ধকারই আছে। এটা কীভাবে সম্ভব? ২• একজন বিজ্ঞানী দুটি ট্যাবলেট আবিষ্কার করলেন। একটির রং লাল আর একটি নীল। এই দুটি ট্যাবলেট একসাথে খেলে অমরত্ব লাভ করা যাবে। কিন্তু একটি লাল আর একটি নীলই খেতে হবে। যে কোন একটি বেশি খেলে ফল উলটো হবে। দুটি লাল আর দুটি নীল ট্যাবলেট পকেটে নিয়ে তিনি তার ল্যাব থেকে ঘরের উদ্দেশ্যে রওয়ানা হলেন। মাঝপথে একদল এলিয়েন তার উপর হামলা করলো এবং তাকে নিয়ে ফেললো ঘোর অন্ধকার মৃত্যু উপত্যকায়, মৃত্যু যেখানে অনিবার্য। তার বাঁচার এখন একমাত্র উপায় হল ওই ট্যাবলেটগুলি। কিন্তু সমস্যা হল ত

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ভীষণ মজার তেরোটি ছন্দের ধাঁধা|

ছন্দে ছন্দে ধাঁধা-৬|উত্তরসহ ভীষণ মজার তেরোটি ছন্দের ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬|উত্তরসহ ভীষণ মজার তেরোটি ছন্দের ধাঁধা| - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• একি আজব ফল, শির কেটে খেলে পরে চোখে আসে জল, নাহি ভরে মন লেজ কাটিলে, বড়ই সুস্বাদু সে ফল পেট কাটিলে। ২• সে আমার চেয়ে অনেক অনেক বড়, তার সামনেই আমার বেড়ে উঠা, তবু আমি কেমনে দেখি তার জন্ম, তার বেড়ে উঠা? ৩• নদীর আছে, আকাশের নাই। ধনুকেরও থাকে, তলোয়ারের নাই। ভেবো না, যাহা তুমি ভাবিতেছ হবে তাই। আমি কি ভাবিতেছি বলো তাই। ৪• উপরে গাছ (উদ্ভিদ), নিচে দাড়ি, বাতাস ড্রাইভার চালায় গাড়ি। ৫• নই আমি বৃক্ষ তবু শাখা আছে মোর। সব সময় থাকি আমি মাথার উপর। ৬• একা থাকলে দাম নেই। সাথে থাকলে দাম দেই। ৭• হারায়ে গেলে খুঁজি। না পাইলে কাঁদি। নিই না সাথে করে, খুঁজে পাই যদি। হেলায় পড়ে থাকে চাই না পিছু ফিরে। ৮• জন্মে সাদা, কর্মে কালো, গলায় লোহার হার, লাফ দিয়ে আহার করে লম্বা লেজ তার। ৯• এক শিং বারো ঠ্যাং কোন জনের আছে, জলেতে বাস করে, ডিম পাড়ে গাছে। ১০• ছুঁইলে হাঁটে

মজার প্রশ্ন-৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি মজার প্রশ্ন|

মজার প্রশ্ন-৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি মজার প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা মজার প্রশ্ন-৫|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি মজার প্রশ্ন| - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• ভালুকের কান কাটলে কী পাবে? ২• এক লোক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। রাস্তায় হঠাৎ এক্সিডেন্ট হলো। ছেলেটি মাথায় আঘাত পেলো। তারা সবাই তাড়াতাড়ি হাসপাতালে গেলো। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বলল, আমি ওর অপারেশন করতে পারবো না। ও আমার ছেলে। ব্যাপারটা কী? ৩• কোন ফল প্রতিদিনই প্রয়োজন হয়? (এটা সত্যিকারের খাওয়ার ফল যেটা গাছে ধরে। আবার গাছে ধরেও না) ৪• দুই বন্ধু একটি চকলেটের ঠিক অর্ধেক অর্ধেক খেলো। এরপর আর কোন চকলেট খেলো না। কিন্তু তারপরও একজন আরেকজনের চেয়ে বেশি চকলেট খেলো। কীভাবে সম্ভব? ৫• আপনি একটি কাগজে পেন্সিল দিয়ে এক ইঞ্চি লম্বা একটা রেখা আঁকলেন। এখন রেখাটাকে স্পর্শ না করে কীভাবে দ্বিগুণ করবেন? ৬• বাংলাদেশ = ১ আমেরিকা = ২ উত্তর কোরিয়া = ৩ ইংল্যান্ড = ? ৭• যদি একটা বানর, একটা কাঠবিড়ালী ও একটি পাখির মধ্যে প্রতিযোগিতা হয় একটা নারিকেল গাছ বেয়ে উপরে উঠার তাহলে কে স

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ দারুণ মজার আটটি গল্প ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮|উত্তরসস দারুণ মজার আটটি গল্প ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| দারুণ মজার আটটি গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• গভীর রাত। সুনসান নীরবতা চারিদিকে। একজন কালো বয়স্ক দাড়িওয়ালা লোক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে। পেছন পেছন আসছিল একজন আততায়ী। তার পরনে ছিল কালো কোট। মুখে মাস্ক আর হাতে ছিল একটা রিভলভার। হঠাৎই আততায়ীর গুলিতে বিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লো বৃদ্ধ লোকটা এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আশেপাশে আর কারো অস্তিত্ব ছিল না পুলিশ আসার আগ পর্যন্ত। পাঁচ মিনিট পরই খবর পেয়ে পুলিশ এলো ঘটনাস্থলে। এখন প্রশ্ন হলো পুলিশকে কে খবর দিলো? (গুলির শব্দ শুনে আসে নাই।) ২• এক লোক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছিল। রাস্তায় হঠাৎ এক্সিডেন্ট হলো। ছেলেটি মাথায় আঘাত পেলো। তারা সবাই তাড়াতাড়ি হাসপাতালে গেলো। কিন্তু হাসপাতালে কর্তব্যরত ডাক্তার বলল, আমি ওর অপারেশন করতে পারবো না। ও আমার ছেলে। ব্যাপারটা কী? ৩• কেউ আপনাকে অজ্ঞান করে কিডন্যাপ করলো। যখন জ্ঞান ফিরলো তখন আপনি নিজেকে ছোট্ট একটি ঘরে বন্দি পেলেন। সেই ঘরে না আছে

গণিতের মজার প্রশ্ন-৩|উত্তরসহ গণিতের দশটি মজার ধাঁধা| মজার ধাঁধার আসর

গণিতের মজার প্রশ্ন-৩|উত্তরসহ গণিতের দশটি মজার ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• ১=৪ ২=১৬ ৩=? ৪=২৫৬ ২• একটি দেয়ালের অর্ধেক তৈরি করতে লাগে ৫১৭টা ইট। দেয়ালটা সম্পুর্ণ করতে কতটা ইট প্রয়োজন হবে? ৩• কোন সংখ্যা যুক্ত না করে ১ জন কে ১২ জন কীভাবে বানানো যায়? ৪• আমার কাছে তিন ধরণের কয়েকটি বল এবং লাল নীল সবুজ এই তিন রঙের তিনটি ঝুড়ি আছে। বলগুলো লোহা, প্লাস্টিক ও কাচের। প্রথমবার আমি একটি লোহার বল লাল ঝুড়িতে ছুঁড়ে মারলাম। তারপর প্লাস্টিকের একটি বল নীল ঝুড়িতে এবং কাচের একটি বল সবুজ ঝুড়িতে ছুঁড়ে মারলাম। দ্বিতীয়বার দুইটি কাচের বল ছুঁড়লাম লাল ঝুড়িতে, দুইটি লোহার বল ছুঁড়লাম নীল ঝুড়িতে এবং দুইটি প্লাস্টিকের বল ছুঁড়লাম সবুজ ঝুড়িতে। তৃতীয়বার তিনটি প্লাস্টিকের বল সবুজ ঝুড়িতে, তিনটি কাচের বল লাল ঝুড়িতে এবং তিনটি লোহা বল নীল ঝুড়িতে ছুঁড়ে মারলাম। এখন বলতে হবে লাল ঝুড়িতে কোন ধরণের বল কয়টি আছে? ৫• এক বাতাবিলেবু ব্যবসায়ী এক স্থান থেকে অন্য স্থানে তিন বস্তা বাতাবিলেবু নিয়ে যাচ্ছিল। প্রতিটি বস্তায় ৩০টি করে বাতাবিলেবু আছে। একেকটি বস্তায় ৩০টির বেশি

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ভীষণ মজার ১২টি ছন্দের ধাঁধা - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• ভবন পরেছে মুকুট, কী যে আজব ভাই, পাঁচ বর্ণে নাম, তবু সপ্তমে পাই। ২• তিন অক্ষরে নাম, সুপ্রসিদ্ধ ফল বিশেষ, মধ্যবর্ণ ছাড়লে, দিক করিবে নির্দেশ। প্রথম বর্ণ ছাড়িলে, কী যে তার ভাব, আকাশছোঁয়া স্বভাব। ৩• চার অক্ষরে নাম তার খ্যাতি ছিল জগৎজুড়ে, ললনাদের প্রিয় অতি, পাবে না আজ খুঁজে তারে। পেট যদি কাটো তার, মন পাবে দুই ধারে। দ্বিতীয় বর্ণ ছেদ করিলে ম্লান অতি, বলো সে কে? ৪• তিন অক্ষরে নাম সুউচ্চ শির তার, প্রথম অক্ষর ছেড়ে দিলে খসড়া অর্থ তাহার, শেষের অক্ষর ছেড়ে খোঁজো রান্নাঘরে। ৫• দুই বর্ণের কারবিহীন শব্দ জিভে আনে জল, প্রথম বর্ণে আকার সহযোগে পুরুষের চোখে আনে জল, উভয় বর্ণে আকার মিলাও তারে ছাড়া জীবন অচল। ৬• চার বর্ণে নাম তাহার, আগে পিছে জ্বলে তারা, শুরুতেই সুরধারা, শির কাটিলেও থাকে পুরা। ৭• তিন অক্ষরে নাম তার এক পা-তে খাড়া, হাড় আছে মাংস নাই, দেখতে মনোহরা। ৮• ত

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম

ছন্দে ছন্দে ধাঁধা - ৪| উত্তরসহ| মজার ধাঁধার আসর

ছন্দে ছন্দে ধাঁধা-৪|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা - গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• খাইতে কইলে খুশি হই, যাইতে কইলে হই গোস্সা। পাইলে তারে কান্না আসে, ছুট লাগালে কী মজা! ২• তিন অক্ষরে নাম তার ঘরের পাশে রয় মোহনীয় রূপ তার সবার প্রিয় হয়। মধ্যবর্ণ কেটে দিলে অঙ্গ তারে কয়, শেষবর্ণ যদি কাটো তবু তাহাই রয়। ৩• আমার নামে বাড়ি আমি থাকতে না পারি। আমি ছাড়া অন্য লোকে থাকে আমি করি শুধুই আহাজারি। ৪• তিন অক্ষরে নাম তার বিখ্যাত এক সুরকার, মাথা কেটে খাও, ব্যথা শুধু পাও। পেট কেটে তারে খোঁজো নদীর ধারে। ৫• মাছ নিয়ে মাথায়, লাশ নিয়ে পিছে, দাঁড়িয়ে রয় অটল, নামটি তার বল। ৬• তিন অক্ষরে নাম তার জগৎ জুড়ে তার আধিপত্য, প্রথম অক্ষর ছেড়ে দিলে বিশাল সে যে, বলছি সত্য, শেষ যদি ছাড়ো, সে পাত্র তারে দরকার হয় দিনে অহরহ। ৭• দেখতে সে কালো নয়, লোকে তবু বলে তাই, শৃঙ্গ সে তো নয়, তবু শৃঙ্গ বলে সবাই। তার রূপের কোন তুলনা নাই, কী নাম তার বলো দেখি ভাই। ৮• নাম তার চার বর্ণে, সবজি তারে বলে, মধ্যবর্ণদ্বয় যদি কাটো, চলে সে অবিরত, শেষ দুই কেটে পাবে যাকে, প্রথম বর্ণে

মজার প্রশ্ন-৩| উত্তরসহ| মজার ধাঁধার আসর

মজার প্রশ্ন-৩|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা ১• এমন একটি খেলার নাম বলো যার শুরু টি দিয়ে, শেষ এফ দিয়ে, নামটি চার অক্ষরের এবং খেলতে হয় বজল দিয়ে। ২• কী, যখন কালো তখন পরিষ্কার, যখন সাদা তখন অপরিষ্কার? ৩• ইংরেজিতে জিরো থেকে শুরু করে হানড্রেড পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলোতে একটা কমন জিনিস নাই। সেটা কী? ৪• তোমার কাছে আটটি স্বর্ণমুদ্রা আছে। সবগুলো দেখতে একই রকম। কিন্তু এই মুদ্রাগুলোর একটি নকল এবং সামান্য ভারী ওজনের। ওজন না করে সেই নকল মুদ্রাটা বের করা সম্ভব নয়। তোমার কাছে একটা দাঁড়ি পাল্লা আছে। দাঁড়ি পাল্লাটা সর্বনিম্ন কবার ব্যবহার করে নিশ্চিত ভাবে নকল মুদ্রাটা বের করা সম্ভব। ৫• নাজমুল তাকিয়ে আছে সবিতার দিকে। কিন্তু সবিতা তাকিয়ে আছে রিয়াদের দিকে। নাজমুল বিবাহিত। রিয়াদ অবিবাহিত। এখানে একজন বিবাহিত মানুষ কি একজন অবিবাহিত মানুষের দিকে তাকিয়ে আছে? ১• হ্যাঁ ২• না ৩• অনিশ্চিত উত্তর ১• উত্তর- Golf. যার শুরু tee দিয়ে, অর্থাৎ খেলা শুরু হয় tee এর উপরে বল রেখে। আর শেষ এফ দিয়ে অর্থাাৎ Golf নামটি শেষ হয়েছে এফ দিয়ে। ২• ব্ল্যাকবোর্ড ৩• ইংরেজিতে one থেকে hundred পর্যন