মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ| - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু ধাঁধা|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ|

মজার প্রশ্ন-১১|উত্তরসহ ভীষণ মজার কিছু প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-কামরুল হাসান আকাশ| মজার মজার সব প্রশ্ন ২০২০| Interesting and Tricky Bengali Riddles With Answers

১•
যখন তুমি জানো না আমি কি তখন তোমার কাছে আমি কিছু একটা। কিন্তু যখন তুমি আমাকে জেনে যাও তখন তোমার কাছে আমি কিছুই না।
এই আমিটা কে?

২•
আপনার কাছে আছে ৬ টা শিকলের অংশ। এর মধ্য ২ টা অংশে আছে মাত্র তিনটা লিঙ্ক। আর বাকি ৪ টা অংশে চারটা লিঙ্ক।
একটা লিঙ্ক কাটতে লাগে ৫ টাকা আর জোড়া দিতে ৩ টাকা।
আপনাকে আমি ৫ টা ১০ টাকার নোট দিলাম।
সবটুকরা জোড়া লাগিয়ে ২২ লিঙ্কের একটা শিকল তৈরী করে আপনি সর্বোচ্চ কত টাকা বাঁচাতে পারবেন?

৩•
তিনটা বাক্স। একটার গায়ে লেখাঃ কমলা। একটার গায়ে মাল্টা আরেকটার গায়ে মাল্টা ও কমলা। কিন্তু তিনটার লেখাই ভুল। এটা আপনি জানেন। মানে যেটায় কমলা লেখা ঐটায় হয়ত কমলা মাল্টা দুইটাই আছে বা শুধু মাল্টা আছে। এরকম।
আপনি একবার একটা বাক্স থেকে একটা মাত্র ফল তুলেই কিভাবে বুঝবেন যে কোনটায় আসলে exactly কী আছে?

৪•
১৫০ জনের একটা পার্টিতে গেম শো আয়োজন করা হল। চারটা বাক্সে চার রঙের বল ঢুকানো আছে। লাল, সাদা, নীল, সবুজ।
সবাইকে অনুমান করতে বলা হল কোন বাক্স কোন বল আছে।
৫৯ জন একটাও ঠিক বলতে পারেনি। ৩৯ জন একটা বল কোথায় বলতে পেরেছে। দুইটা কোথায় তা বলতে পারছে ৩৮ জন। তিনটা বল কোথায় কোথায় আছে তা কয়জন বলতে পেরেছে? সবগুলো বল কোথায় কোথায় আছে তা কয়জন বলতে পারছে?

৫•
তিন অক্ষরে নাম তার বাহক নির্দেশের,
মাঝের অক্ষর কাটা পড়লে সমষ্টি ত্রিশের,
শেষ দুবর্ণ কাটো যদি অতি আপনজন।
মিলাতে চান? অন্যভাবে ভাবা প্রয়োজন।

৬•
বয়সকালে খাটো, জোয়ান কালে লম্বা
বল দেখি আমি কে? হবে না বেশি ভাবা!

৭•
এমন একটা জিনিস আছে যা দিয়ে কোন দেয়ালের অন্য পাশের কিছু দেখা যায়। বলেন দেখি কী?


৮•
বাম থেকে ডানে, কে যাচ্ছে কোন কামে? (এই মূহুর্তে)

৯•
কীভাবে চারের অর্ধেক পাঁচ হয়?

১০•
একদিনে হয়,
দিনে দিনে ক্ষয়।
চারপেয়েরা খায়,
বড় মজা পায়।

১১•
এমন কী জিনিস ভাই
শুকাইতে গেলে ভিজে যায়?

১২•
যখন আমাকে পাও তখন সবাইকে জানাও, যখন সবাইকে জানাও তখন আমি উধাও। কী জিনিস??

১৩• তোমাকে একটা বদ্ধ ঘরে আটক করা হল। ওই ঘরের থেকে পালানোর ৪টা দরজা। এক দরজা খুললে একটা বড় সিংহ। ক্ষুধার্ত। আরেকটাতে একটা লেন্স দিয়ে বানানো ঘর। সূর্যের আলো ঢুকে ওখানে অনেক তাপ। গেলেই জ্বলে যাবে এমন অবস্থা। আরেক দরজা দিয়ে বের হলে সোজা একটা গর্তে পড়ে যেতে হবে যেটাতে সাপ আর সাপ। আর অন্য দরজায় বিশাল একটা তালা। খোলার চান্স নাই। বলেন তারা কীভাবে বা কী প্রক্রিয়ায় বের হবে?

১৪•
আমাদের বিল্ডিং এর ৬তলায় এক পিচ্চি থাকে যে কিনা নতুন নতুন অক্ষর চিনতে শিখেছে। একদিন সেই পিচ্চিকে তার বাসায় পৌঁছায় দেওয়ার সময় সে তার অক্ষরজ্ঞানের পরিচয় দিল এভাবে- 0, 1, 5, E, Y, 2.
ব্যাপারটা এলোমেলো মনে হলেও সে কিন্তু তেমন কোন ভুল করেনি, কিভাবে?

১৫•
একদা আমার বউয়ের খুব পেপসি খেতে ইচ্ছা হল। বউয়ের ইচ্ছা বলে কথা, গেলাম কিনতে ঠাণ্ডা ঠাণ্ডা পেপসি। কিনে ফেরার সময় দেখি কয়েকটা বাচ্চা একটা পাইপের কাছে দাঁড়িয়ে খুব শলাপরামর্শ করছে। ব্যাপারখানা কি দেখতে গিয়ে দেখলাম তাদের পিং পং বলটা পাইপের ভিতরে ঢুকে গেছে। পাইপটা সিমেন্টে প্রায় এক ফুট মত গভীর পর্যন্ত স্থায়ীভাবে পোঁতা এবং হাত ঢোকানোর মত যথেষ্ট চওড়া না, কিন্তু বলটা বের করতে হবে অক্ষত অবস্থায়। হাতের কাছে জিনিসপত্র বলতে আর আছে ইটের টুকরা, ক্রিকেট ব্যাট, জুতার ফিতা আর পলিথিন ব্যাগ। একটু চিন্তা করে ওদের বলটা আমি বের করে দিলাম একদম অক্ষত। কীভাবে?

উত্তর

১• উত্তর

২• চার লিঙ্কের একটা শিকলের সব লিঙ্ক কাটবেন। ২০ টাকা লাগবে। এর পর বাকি শিকলের পাঁচটা টুকরা এই চার লিঙ্ক দিয়ে জোড়া লাগিয়ে দিবেন, আরো ১২ টাকা লাগবে। মোট ৩২ টাকা। বাঁচবে ১৮ টাকা।

৩•
যে বক্সে মাল্টা ও কমলা লেখা সেটা খুলব। যেহেতু ভুল লেখা আছে তাই বাক্সে শুধু কমলা থাকবে অথবা শুধু মালটা থাকবে। যদি কমলা থাকে তাহলে বুঝব যেই বাক্সে কমলা লেখা সে বাক্সে মালটা। কারন, আমরা জানি যে বাক্সে মাল্টা আছে সে বাক্সে মাল্টা নেই। আবার, যে বাক্সে কমলা ও মাল্টা লেখা সে বাক্সেও মাল্টা পাইনি। আবার যদি মাল্টা ও কমলা লেখা বাক্সে মাল্টা পাই একইভাবে মাল্টা লেখা বাক্সে কমলা এবং কমলা লেখা বাক্সে মাল্টা ও কমলা আছে।

৪• বাকি ১৪ জনই সবগুলোর সঠিক উত্তর দিয়েছে। কারণ তিনটির উত্তর যে সঠিক দিবে তার চতুর্থটির উত্তর আপনাতেই সঠিক হয়ে যাবে। অর্থাৎ লাল, নীল ও সবুজ সঠিক উত্তর যে বলবে চতুর্থ বাক্সের জন্য তার একটাই অপশন তখন থাকবে এবং সেটা হলো সাদা। আর সেটা অনিবার্যভাবে সঠিক হবে।

৫• মাউস

৬• পেন্সিল

৭• জানালা

৮• আপনার চোখের মনি এই মুহূর্তে এই লেখা পড়ার সময় বাম থেকে ডানে যাচ্ছে।


৯• IV এর অর্ধেক আই সরিয়ে ফেললে

১০• খড়ের গাদা

১১• তোয়ালে

১২• গোপন কথা

১৩• লেন্সের ঘর দিয়ে রাতে বের হবো।

১৪• বাচ্চাটা লিফটের ভিতরের আয়নায় দেখে প্রতিটা ফ্লোরের ডিস্প্লেতে 0, 1, 2, 3, 4, 5 লেখাগুলো পড়েছে যথাক্রমে 0, 1, 5, E, Y, 2...

১৫• । পাইপে পেপসি ঢেলে দিলে বলটা ভেসে উঠে এসেছে।


গণিতের মজার ধাঁধা-১

গল্পে গল্পে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৪

মজার প্রশ্ন-৪

গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা

মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন

ছন্দে ছন্দে ধাঁধা-৭| উত্তরসহ ১৪টি ভীষণ মজার ছন্দধাঁধা







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম