মজার প্রশ্ন-১৬| উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020 - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মজার প্রশ্ন-১৬| উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020

মজার প্রশ্ন-১৬|উত্তরসহ ভীষণ মজার পনেরোটি প্রশ্ন| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০|TRICKY BENGALI RIDDLES-2020


১•
মনে করুন, হঠাৎ লোডশেডিং এ আপনার ঘরটি গাঢ় অন্ধকার হয়ে গেছে। আলো জ্বালবেন সেই সময় আপনার নেই। কারণ আপনি খুব তাড়ায় আছেন। এখনই বাইরে যেতে হবে। একটি বাক্সে আপনার চার রঙের আটটি জুতা আছে। আর একটি বাক্সে পাঁচ রঙের পঞ্চাশটি মোজা আছে। এখন আপনাকে হাতড়ে আন্দাজ করে জুতা ও নিয়ে বাইরে আসতে হবে। সর্বনিম্ন কতটি জুতা ও কতটি মোজা হাতড়ে নিয়ে আসলে আপনি একজোড়া একই রঙের জুতা ও একজোড়া একই রঙের মোজা নিশ্চিতভাবে বাইরে নিয়ে আসতে পারবেন?

২•
পরশু রিমির বয়স ছিল সাত বৎসর। আগামী বৎসর রিমির বয়স দশ বৎসর পূর্ণ হবে। কীভাবে?

৩•
দুই বন্ধু গল্প করছে। নিজেকে জাহির করায়ই তারা ব্যস্ত। এক পর্যায়ে এক বন্ধু বলল "তুই কতবার এই জায়গায় গিয়েছিস? আমি দশবার গিয়েছি।" তখন ঐ বন্ধুটি মুচকি হেসে বলল -"আমি তোকে সংখ্যাটা লিখে বলব।" সে লিখল - "১১২৯"। সে এখানে কতবার বুঝাতে চেয়েছে।

৪•
মনে করুন আপনি একটি লিফট এর ভেতর আটকে পরেছেন। আপনার শ্বাস বন্ধ হয়ে আসছে। ১০, ৯,৮,৭,৬,৫,৪..... আর মাত্র ৩ সেকেন্ড। এর পর ই আপনি শেষ। এখন আপনি কী করে বাঁচবেন
৫•
একটি গর্ত খুঁড়তে একজন লোকের লাগে দশ মিনিট, দুইজন লোকের লাগে পাঁচ মিনিট, তিনজন লোকের লাগে আড়াই মিনিট। এখন বলুন তো অর্ধেক গর্ত খুঁড়তে চারজন লোকের কত মিনিট লাগবে?

৬•
এক লোক দাবি করলো যে সে যেকোনো খেলা শুরু হওয়ার আগেই তার স্কোর বলে দিতে পারে এবং সে সব সময়ই সঠিক হয়। কীভাবে?

৭•
একটি কাঁচের ফুলদানী মেঝেতে পড়ল অথচ ভাঙল না। কীভাবে সম্ভব?

৮•
তার কোন কষ্ট নাই। তবু সে কেঁদে চলেছে। কেন?

৯•
এমন কি জিনিষ আছে যা মালী বা কৃষক কে তার বাগানে চারা,বীজ,সার ও পানি ফেলার আগে ফেলতে হয়? সংগ্রহ- গিয়াস উদ্দিন


১০•
দাড়ি এবং টাকা, দুটোর মধ্যেই একটা মিল আছে। বলুন তো মিলটা কিসের?

১১•
একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্লাশ চলিতেছে . . . শিক্ষক জিজ্ঞাসা করলেনঃ কিভাবে ফোর (4) কে ফাইভ(5) এর ভেতর ঢুকিয়ে লেখা যায়? আমেরিকান ছাত্রের উত্তরঃ মজা করেন নাকি? :-> পাকিস্তানী ছাত্রের উত্তরঃ অসম্ভব! :- O ভারতীয় ছাত্রের উত্তরঃ ইন্টারনেটে সার্চ করেও পাইলাম না! চীনের ছাত্রের উত্তরঃ অপেক্ষা করেন, আবিষ্কার করে ফেলবো!! অবশেষে বাংলাদেশী ছাত্রের উত্তরঃ এভাবে স্যার, .....
কীভাবে বলুন তো? সংগ্রহ- নাজমুল হাসান
১২•
একদিন নাজমুল ভাই ঘুরতে ঘুরতে একটা ছোট্ট শহরে চলে আসলেন। অনেকদিন থেকেই বাইরে বাইরে ঘুরছেন, তাই সময়মতো চুল কাটাতে পারেননি তিনি। শহরে আসার পর খেয়াল করে দেখলেন, তার মাথার চুল অনেক বড়ো হয়ে গিয়েছে। কাজেই এবার চুল কাটানো খুবই জরুরী। সেলুনের খোজ নিয়ে দেখলেন, শহরে মাত্র দুটা সেলুন। আর নাপিতও মাত্র ঐ দুজনেই। সমস্যা হলো, একজনের দোকান একদম পূর্ব দিকে, আরেকজনের একদম পশ্চিম প্রান্তে। চুল কাটানোর আগে সেলুন দুটো ঘুরে দেখতে চাইলেন ঐ নাজমুল। সেলুন ঘুরে যা দেখলেন তা হলো, পূর্বে যে নাপিত কাজ করে, তার দোকান একদম এলোমেলো, নোংরা আর অপরিচ্ছন্ন। তাছাড়া, তার নিজের চুলের কাটও জঘন্য! অন্যদিকে যে নাপিতটির পশ্চিম প্রান্তে দোকান, তার দোকানটি যেমন ঝকঝকে- তকতকে পনিস্কার, তেমনি তার চুলের কাটও দারুণ একদম সিনেমার নায়কের মতো! নাজমুল ভাই কোনদিকের দোকোনে যাবেন এবং কেন যাবেন, বলতে পারবে কি? সংগ্রহ - গিয়াস উদ্দিন

১৩•
আমি কালো যখন আপনি আমাকে ক্রয় করেন। আমি লাল যখন আপনি আমাকে ব্যবহার করেন এবং আমায় দিয়ে যখন সব কাজ শেষ হয়ে যায় তখন আমি সাদা।
আমি কী?

১৪•
উপরটা ফেলে দিয়ে ভিতরটা রান্না করে। তারপর ভিতরটা না খেয়ে ফেলে দেয় আর উপরটাই খায়। বলেন দেখি কোন জিনিস? সংগ্রহ- নাজমুল হাসান

১৫•
ব্রেকফাস্টের সময় মানুষ কী খায় না? সংগ্রহ- গিয়াস উদ্দিন

উত্তর

১• পাঁচ রঙের মোজা অর্থাৎ পাঁচটা মোজা তুললে পাঁচটা পাঁচ রঙের হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু ছয়টা তুললে অবশ্যই অন্তত যেকোন দুইটা একই রঙের হবে। কারণ রঙ তো পাঁচটা। ছয়টা না। একইভাবে জুতো আছে চার রঙের তাই পাঁচটা জুতো নিলে অন্তত এক জোড়া একই রঙের হবে।

২• ৩১শে ডিসেম্বর হলো রিমির জন্মদিন। কথাটা বলা হচ্ছে ১লা জানুয়ারি। পরশু অর্থাৎ ৩০শে ডিসেম্বর রিমির বয়স সাত বছর ছিল। ৩১শে ডিসেম্বর ওর বয়স আট পূর্ণ হয়েছে। এই বছর ৩১শে ডিসেম্বর ওর ৯বছর পূর্ণ হবে। অতএব আগামী বছর রিমির বয়স দশ পূর্ণ হবে।

৩• ১ ১২ ৯ অর্থাৎ এক বারো নয়।

৪• মনে করা বন্ধ করে দিবো

৫• অর্ধেক গর্ত বলতে কিছু নাই। যেকোন গর্তই পুরো গর্ত তা যত বড়ই হোক না কেন।

৬• যেকোন খেলা শুরু হওয়ার পূর্বে স্কোর জিরো জিরো থাকে।

৭• মেঝে ভাঙার কথা বলা হচ্ছে। কাঁচের ফুলদানী পড়লে মেঝে ভাঙে না।

৮• কারণ সে কষ্টে না, আনন্দে কাঁদছে। আনন্দেেও মানুষ কাঁদে।


৯• নিজের পা।

১০• দুটোই কামাতে হয়।

১১• F(IV)E. IV কে রোমান সংখ্যায় চার বলে।

১২• পূর্বের, কারণ পশ্চিমের নাপিত পূর্বের নাপিতের কাছ থেকে চুল কাটিয়ে আনে তাই তার চুলের কাটিং "দারুণ"।

১৩• কয়লা

১৪• ভুট্টা

১৫• লাঞ্চ

গণিতের মজার ধাঁধা-১

গল্পে গল্পে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৪

মজার প্রশ্ন-৪

গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা

মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন

গল্পে গল্পে ধাঁধা-১২| উত্তরসহ ৫টি ভীষণ মজার গল্পের ধাঁধা

মজার প্রশ্ন-১৪| উত্তরসহ ১৫টি ভীষণ মজার প্রশ্ন

ছন্দে ছন্দে ধাঁধা-৮| উত্তরসহ ১৫টি ভীষণ মজার ছন্দধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৯| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-১| উত্তরসহ ভীষণ মজার কিছু গল্পের ধাঁধা





মন্তব্যসমূহ

  1. বাহ্‌! দুর্দান্ত একটা ব্লগ। ফিরে ফিরে আসবো, তাইতেই অনেক কিছু শিখবো।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অশেষ ধন্যবাদ আপনাকে, দাদা। অফুরান শুভকামনা আপনার জন্য।

      মুছুন
  2. আপু আপনার ধাঁধা গুলা আমার কাছে অনেক ভাল লাগলো এবং এখান থেকে অনেক কিছু শিখলাম.... আপু আপনার জন্য দোয়া ও ভালবাসা রইলো

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. অনেক ধন্যবাদ ভাই। আশা করি সাথেই থাকবেন। ভাল থাকবেন সব সময়।

      মুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম