মজার প্রশ্ন-১৩|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাসুম আহমেদ - মজার ধাঁধা, ২০২১                                                             > সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

মজার প্রশ্ন-১৩|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাসুম আহমেদ

মজার প্রশ্ন-১৩|উত্তরসহ ভীষণ মজার চৌদ্দটি প্রশ্ন|রচনা, সংগ্রহ ও সম্পাদনা-মাসুম আহমেদ| মজার ধাঁধার আসর| মজার মজার সব প্রশ্ন ২০২০

১•
ক্লাসে তোহার ৬জন বন্ধু আছে। তার কাছে ১৮টা পেন্সিল আছে। সে তার বন্ধুর সাথে সমানভাবে পেন্সিলগুলা ভাগ করে নিলে তার কাছে কয়টা পেন্সিল থাকবে?

২•
সন্ধ্যা ছয়টার সময় 3:30 AM দেখাবে! ঘড়ির টাইমও ঠিক আছে। কীভাবে সম্ভব?

৩•
যে কোন ফুটবল ম্যাচ শুরু হওয়ার আগে আমি সেই খেলার স্কোর বলে দিতে পারব। বলুন তো কীভাবে সেটা বলতে পারব?

৪•
একটা ঘর তৈরি করতে ১০জন শ্রমিকের এক মাস সময় লাগলো। ৫জন শ্রমিকের ঘরটা তৈরি করতে কতদিন সময় লাগবে?

৫•
আমি একটা জায়গায় সবসময় চুপ করে বসে থাকি। কিন্তু বিশ্বের এমন কোন জায়গা নেই যেখানে আমি ভ্রমণ করিনি। কে আমি?

৬•
প্রেমিক প্রেমিকাকে বললো,
“আমি তোমাকে আকাশের মত ভালবাসি”
তখন থেকেই ওদের প্রেম ভেঙ্গে গেল।
কিন্তু কেন?

৭•
এক সমান তিন, তিন সমান এক, পাঁচ সমান চার, কিন্তু চার সমান আবার চার। কীভাবে সম্ভব?


৮•
১ এবং ১০০ এর ভিতরে কয়টা ৫ আছে আর কয়টা ১ আছে?


৯•
আট অক্ষরের একটা ইংরেজি শব্দ বলতে হবে যে শব্দ থেকে একটা একটা অক্ষর বাদ দিলে আরেকটা শব্দ হবে একেবারে শেষ অক্ষর পর্যন্ত।

১০•
ইংল্যান্ডে একটা দোকানে কিছু শপিং করতে গিয়ে বিল হয়েছে ২৫৮পাউন্ড। আমি দোকানদারকে ১০০পাউন্ডের দুইটা নোট, ৫০পাউন্ডের চারটা নোট, ২০পাউন্ডের দুইটা নোট, ১০পাউন্ডের দুইটা নোট, ৫টাকার একটা নোট দিলাম। দোকানদার আমাকে কত পাউন্ড ফিরিয়ে দিবে?

১১•
অক্ষরগুল সাজিয়ে জাস্ট ওয়ান ওয়ার্ড তৈরি করুন।
O O U S W T D N E J R

১২•
একটি টেবিলের উপর, প্লেটে তিনটা আপেল আছে। এগুলোকে না কেটে চার জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিতে হবে। কীভাবে সম্ভব?

১৩•
COW কে কিভাবে নয় অক্ষর দিয়ে লেখা যাবে?

১৪•
1+4=5
2+5=12
3+6=21
4+7=32
6+9=_____. খালিঘরে সঠিক উত্তরটি বসাতে হবে।

উত্তর

১• ৯টা। কারণ সে তার সব বন্ধুর সাথে পেন্সিল ভাগ করেনি। করেছে একজন বন্ধুর সাথে। নয়তো বলা হত বন্ধুদের সাথে।

২• কারণ 3:30 am একটি সিনেমার নাম।

৩• কারণ যেকোন খেলা শুরুর পূর্বে স্কোর 0-0 থাকে।

৪• একদিনও না। কারণ ঘরটা দশজন শ্রমিক তৈরি করে ফেলেছে।

৫• ডাকটিকিট

৬• কারণ আকাশ মেয়েটির প্রাক্তন প্রেমিকের নাম।

৭• চার সমান চার স্বাভাবিক গাণিতিক নিয়মেই হবে।

৮• শুধু একটা পাঁচ। বাকি সব পাঁচ দ্বারা গঠিত সংখ্যা। একও মাত্র একটিই আছে। কিন্তু যেহেতু এক এবং একশত এর ভিতরে বলা হয়েছে তাই এক এবং একশত এর ভেতরে কোন এক নাই।


৯•
starting
staring
string
sting
sing
sin
in
i

১০• উত্তর হল ২ পাউন্ড ফিরিয়ে দিবে। কারণ আমি তাকে ২৬০ পাউন্ড দিয়েছি। তার বিল হয়েছে ২৫৮পাউন্ড। ইংল্যান্ডে ১০০পাউন্ডের কোন নোট নাই। সবচেয়ে বড় নোট ৫০পাউন্ড। যেহেতু ১০০পাউন্ডের নোটই নাই তাহলে সেটা দিবো কেমনে। আর ৫টাকার নোট ইংল্যন্ডের অচল, তাই সে ৫ টাকার নোট এমনিতেই নিবে না।

১১• JUST ONE WORD

১২• একটি করে সবার মাঝে ভাগ করে দেয়া যাবে। কারণ চারটা আপেল আছে। একটি টেবিলের উপর এবং তিনটি প্লেটে।

১৩• C O DOUBLE U এভাবে।

১৪• ১৫। এটাই সঠিক উত্তর।

গণিতের মজার ধাঁধা-১

গল্পে গল্পে ধাঁধা-৩

ছন্দে ছন্দে ধাঁধা-৪

মজার প্রশ্ন-৪

গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা

ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা

গল্পে গল্পে ধাঁধা-৯| উত্তরসহ ৮টি ভীষণ মজার গল্প ধাঁধা

মজার প্রশ্ন- ৬| উত্তরসহ ১০টি ভীষণ মজার প্রশ্ন









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

গণিতের মজার ধাঁধা:১ - মজার ধাঁধার আসর| উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

মজার মজার অংক ধাঁধা-১|উত্তরসহ|মজার ধাঁধার আসর ১• যদি, কাজ হলো আনন্দ=৫৬৪ সময় হলো টাকা =৫৩৭ সময় হলো আনন্দ = ৩৫৬ হয়, তাহলে, কাজ=? টাকা=? উত্তর কাজ = ৪ টাকা = ৭ ব্যাখ্যা: "হলো" সব লাইনে আছে। আবার পাঁচ সব সংখ্যায় আছে। তাই "হলো" = ৫। ২য় ও ৩য় লাইনে "সময়" কমন। আবার সংখ্যা দুটিতে ৩ কমন। তাই সময় = ৩। কাজ এবং ৪ আছে শুধু ১ম লাইনে। তাই কাজ = ৪। টাকা এবং ৭ আছে শুধু ২য় লাইনে। আর তাই টাকা = ৭। ২•বলুন তো প্রশ্ন চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? ১+৪=৫ ২+৫=১২ ৩+৬=২১ ৪+৭=৩২ ৮+১১= ? উত্তর ৯৬ আজকের ধাঁধা - ২৯শে জুন, ২০২০ আজকের ধাঁধা - ২৭শে জুন, ২০২০ গল্পধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-১ ছন্দে ছন্দে ধাঁধা-৩ গণিতের মজার ধাঁধা-২ ছন্দে ছন্দে ধাঁধা-৪ মজার প্রশ্ন-৪ গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরসহ ১২টি ভীষণ মজার ছন্দের ধাঁধা গণিতের মজার ধাঁধা-৩| উত্তরসহ ১০টি ভীষণ মজার গণিতের ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৮| উত্তরসহ ৮টি ভীষণ গল্প ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৬| উত্তরসহ ১৩টি ভীষণ মজার ছন্দের ধাঁধা ছন্দে ছন্দে ধাঁধা-৫| উত্তরস

গল্পে গল্পে ধাঁধা-১: মজার ধাঁধার আসর|উত্তরসহ মজার মজার সব ধাঁধা ২০২০

১• যুদ্ধে হেরে তুমি আর তোমার আটজন সৈন্য শত্রুপক্ষের রাজ্যে বন্দী হলে। রাজা তোমার মুক্তির জন্য একটা শর্ত দিলেন। প্রথমে তোমাদের সবাইকে অজ্ঞান করে একটা জায়গায় নিয়ে যাওয়া হবে। সেখানে তোমরা চারদিকে চারটা রাস্তা দেখতে পাবে। চারটি রাস্তার যেকোন একটি রাস্তা একটি গ্রামে গিয়ে পৌঁছেছে। সেই গ্রামে যদি তোমরা পৌঁছাতে পারো তাহলে সবাই বেঁচে যাবে। বাকি রাস্তাগুলো গভীর অরণ্যে গিয়ে পৌঁছেছে, যেখানে গেলে মৃত্যু নিশ্চিত। রাস্তা ধরে এগোলে ঠিক আট ঘণ্টা পর গ্রামের দেখা পাওয়া যাবে। না পাওয়া গেলে বুঝতে হবে সেই রাস্তাটা গভীর জঙ্গলে গিয়ে পৌঁছেছে। তোমার হাতে সময় থাকবে চব্বিশ ঘণ্টা। এই চব্বিশ ঘণ্টার ভেতর যদি তুমি গ্রামটা বের করতে না পারো তাহলে খিদা ও তৃষ্ণায় তোমরা সবাই মারা যাবে। আর গ্রামটা যদি বের করতে পারো তাহলে তোমরা সবাই মুক্ত। রাজার কথা মত অচেতন অবস্থায় সেই ধু ধু মরুভুমিতে তোমাদের রেখে আসা হলো। জ্ঞান ফিরতেই তুমি তোমার হাতে একটি চিঠি দেখতে পেলে। তাতে লেখা আছে, তোমার সৈন্যদের মধ্যে দুজন হলো রাজার অনুচর। তারা যেভাবে পারে গ্রামটি খুঁজে বের করতে তোমাদের জন্য বাঁধার সৃষ্টি করবে। কিন্তু তোমাদেরকে কোন আঘাত তারা কর

গল্পে গল্পে ধাঁধা- ৭| পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা| উত্তরসহ| মজার ধাঁধার আসর

গল্পে গল্পে ধাঁধা-৭|উত্তরসহ| মজার ধাঁধার আসর| মজার মজার সব ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৭| উত্তরসহ পাঁচটি ভীষণ মজার গল্প ধাঁধা গল্পে গল্পে ধাঁধা-৪ গল্প ধাঁধা-৫ ১• এক দেশে ছিল এক রাজা। রাজার ছিল সাত ছেলে। ছেলেদের মধ্যে কাকে যোগ্য উত্তরসূরি হিসেবে বেছে নিবেন তা নিয়ে রাজা খুব চিন্তিত ছিলেন। শেষ পর্যন্ত তিনি অনেক চিন্তা করে একটা উপায় বের করলেন। সাতে ছেলেকে সাতটা টব আর একটি করে বীজ দিয়ে বললেন, যে এই বীজ থেকে সবচেয়ে পুষ্ট আর সুন্দর গাছ এই টবে ফলাতে পারবে সেই তার রাজত্বের যোগ্য উত্তরসূরি হবে। কিছুদিন পর রাজা সব ছেলেকে ডেকে পাঠালেন। সবাই টব নিয়ে রাজার সামনে হাজির হলো। রাজা দেখলেন, সবার টবেই খুব সুন্দর তরতাজা হৃষ্টপুষ্ট গাছ হয়েছে। শুধু দুই নম্বর ছেলের টবে খুব দূর্বল একটা গাছ কোন রকমে দাঁড়িয়ে আছে। রাজা দুই নম্বর ছেলেকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নিলেন। কেন? ২• মি: এবং মিসেস চৌধুরী তাদের দুই ছেলেমেয়ে নিয়ে ছুটি কাটাতে এসেছেন। তারা উঠেছেন একটি হোটেলে। তাদের রুম নম্বর ১০৮। ঐ একই হোটেলে ১০৪ নম্বর রুমে সফিক নামের এক লোক একা উঠেছে। সফিকের সাথে চৌধুরী পরিবারের পরিচয় হল এবং চৌধুরী সাহেবের ছেলেম